২৬১ রানের জবাবে ২ রানেই অলআউট!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৮ পিএম, ২৪ জুন ২০২১
২৬১ রানের জবাবে ২ রানেই অলআউট!

ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে কম রানে অলআউট হওয়ার নজির অনেক রয়েছে। বিশ্বের অনেক বড় বড় দলেরও ৩০-৪০ রানে অলআউট হওয়ার রেকর্ড রয়েছে। তবে, এবার ইংল্যান্ডে যা ঘটলো সেটি যেনো ছাড়িয়ে গেলো বাকি সকল কিছুকে। ২৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ রানেই অলআউট হয়ে গেলো আরেক প্রতিপক্ষ!

এমনই অদ্ভুত ঘটনা ঘটলো ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে। কাউন্টি লিগ সাইডের ম্যাচে বাকডেন ক্রিকেট ক্লাবের সঙ্গে খেলা ছিল ফ্যালকন একাদশের। হান্টিংডনশায়ারের চতুর্থ ডিভিশনের সেই ম্যাচেই বাকডেন ক্রিকেট ক্লাব ২ রানে অল-আউট হওয়ার লজ্জায় ডুবেছে।

টসে জিতে বাকডেন ক্রিকেট ক্লাব ব্যাট করতে পাঠায় ফ্যালকন একাদশকে। ফাহিম সাব্বির ভাটি (৬৫) এবং মুরাদ আলির (৬৭) হাফসেঞ্চুরিতে ভর করে ফ্যালকন একাদশ নির্ধারিত ৪০ ওভারে ২৬০ রান তুলে। তখন পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, কিন্তু এরপর যা ঘটলো সেটি রীতিমতো অবাক করার কান্ড।

জয়ের জন্য ২৬১ রান প্রয়োজন ছিল বাকডেনের। কিন্তু ব্যাট করতে নেমে যে এমন লজ্জার রেকর্ড গড়বে কে জানতো। প্রতিপক্ষের বোলারদের বোলিং তোপে মাত্র ৮.৩ ওভারেই অলআউট হয়ে যায় বাকডেন। স্কোরবোর্ডে মাত্র ২ রান যোগ করতে সক্ষম হয় তারা।

বাকডেনের জন্য আরও লজ্জার বিষয় হলো, স্কোর বোর্ডে যোগ হওয়া ২ রানও এসেছে অতিরিক্ত থেকে। অর্থাৎ দলের কোন ব্যাটার নূন্যতম ১ রানও করতে পারেনি।

এমন লজ্জাজনক পরাজয়ের পর বাকডেন অধিনায়ক জোয়েল কির্সনার জানান, জোড়াতালি দিয়েই একাদশ সাজাতে হয়েছে তাদের। দলের নিয়মিত খেলোয়াড়েরা নানা কারণে খেলতে পারেনি।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

‘এক ম্যাচ’ নিয়েই কোহলির যত ক্ষোভ

‘এক ম্যাচ’ নিয়েই কোহলির যত ক্ষোভ

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

ঈদের দিনও ম্যাচ খেলবে টাইগাররা!

ঈদের দিনও ম্যাচ খেলবে টাইগাররা!

ক্যারিয়ারের শেষ টেস্টে ইনজুরি নিয়েও খেলছেন ওয়াটলিং

ক্যারিয়ারের শেষ টেস্টে ইনজুরি নিয়েও খেলছেন ওয়াটলিং