পাকিস্তান সিরিজে অপরিবর্তিত ইংলিশ স্কোয়াড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৪ এএম, ০৪ জুলাই ২০২১
পাকিস্তান সিরিজে অপরিবর্তিত ইংলিশ স্কোয়াড

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৬ সদস্যের এ দলে কোনো পরিবর্তন নেই। দলের অধিনায়ক হিসেবে থাকবেন ইয়ান মরগ্যান।

চলতি বছরে ৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া এ সিরিজের স্কোয়াডে থাকবেন শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে থাকা সব ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচের স্কোয়াডে যুক্ত হওয়া টম ব্যান্টনও থাকবেন পাকিস্তানে সিরিজের দলে।

পারিবারিক কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে ডেভিড মালান।

ইংল্যান্ড স্কোয়াড
ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, স্যাম কারান, টম কারান, লিয়াম ডসন, জর্জ গার্টন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

পাকিস্তান স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, হাসান আলি, ইমাম উল হক, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হারিস সোহাইল, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও উসমান কাদির।

ওয়ানডে সিরিজ সূচি
১ম ওয়ানডে- ৮ জুলাই, সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ
২য় ওয়ানডে- ১০ জুলাই, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন
৩য় ওয়ানডে- ১৩ জুলাই, এজবাস্টন, বার্মিংহাম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে সিনিয়রদের বাদ দিয়ে তরুণদের হিড়িক

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে সিনিয়রদের বাদ দিয়ে তরুণদের হিড়িক

দর্শক পূর্ণ গ্যালারিতে লর্ডসে ফিরছে ক্রিকেট

দর্শক পূর্ণ গ্যালারিতে লর্ডসে ফিরছে ক্রিকেট

দুই সিরিজের জন্য দল ঘোষণা পাকিস্তানের, সুযোগ পেল আজম

দুই সিরিজের জন্য দল ঘোষণা পাকিস্তানের, সুযোগ পেল আজম

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন ওলি রবিনসন

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন ওলি রবিনসন