বড় জয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৪ মার্চ ২০২২
বড় জয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে ইংল্যান্ডের জয়রথ ছুটেই চলছে। এবার পাকিস্তান নারী দলকে বড় ব্যবধানে হারিয়ে আসরের সেমিফাইনালে পৌছে গেছে তারা। বিসমাহ মারুফের দলকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে হেদার নাইটরা।

আসরের ২৪তম ম্যাচে ক্রাইস্টচার্চে টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড বোলারদের তোপের মুখে ১০৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। সহজ লক্ষ্যে তাঁড়া করতে নেমে ১৮৪ বল এবং ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় ইংলিশ মেয়েরা।

ইংল্যান্ডের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ওপেনার নাহিদা খানকে হারায় পাকিস্তান। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত যান পাকিস্তানি ওপেনার। সেখান থেকেই শুরু হয় পাকিস্তানের ব্যাটিং ধস।

এক প্রান্তে আরেক ওপেনার সিদরা আমিন ঠায় দাঁড়িয়ে দেখলেন সতীর্থদের আসা-যাওয়া। দলীয় ৫৮ রানের মাথায় ৩২ রান করে বিদায় নিলেন তিনিও। ততক্ষণে পাকিস্তানের প্রথম সারির পাঁচ ব্যাটার নেই!

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন উইকেটরক্ষক ব্যাটার সিদরা নাওয়াজ। খেলেন ৪৪ বলে ২৩ রানের ইনিংস। তার ইনিংসে ভর করে ৪১ দশমিক ৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১০৫ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।

বাকি ব্যাটারদের মধ্যে বলার মতো ১১ রান করেন ওমাইমা সোহেল। দুই অঙ্কের কোটা ছোঁয়ার আগেই সাঁজঘরে ফিরছেন আট ব্যাটার। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন ক্যাথরিন ব্রান্ট ও সোফি একলেস্টোন।

১০৬ রানের সহজ লক্ষ্য খেলতে নেমে ২ রানে প্রথম উইকেট হারালেও ওপেনার ড্যানি ওয়াট ও তিনে নামা হেদার নাইটের ব্যাটে ভর করে জয়ের দেরগোড়ায় পৌছে যায় ইংল্যান্ড।

দু’জন মিলে গড়েন অপরাজিত ৮৭ রানের জুটি গড়ে জয় নিয়েই মাঠ ছাড়েন। ওয়াট অপরাজিত থাকেন ৭৬ রানে। একপ্রান্ত ধরে নাইট খেলেন ২৪ রানের ইনিংস। তাতেই ১৯ দশমিক ২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ইংল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

‘দ্রুত উইকেট হারিয়ে ফেললে ফিরে আসা কঠিন’

‘দ্রুত উইকেট হারিয়ে ফেললে ফিরে আসা কঠিন’

বিশ্বকাপে ১৮ ম্যাচ পর জয়ের দেখা পেল পাকিস্তানি মেয়েরা

বিশ্বকাপে ১৮ ম্যাচ পর জয়ের দেখা পেল পাকিস্তানি মেয়েরা

ভারতের মেয়েদের হারিয়ে অস্ট্রেলিয়ার ‘পাঁচে পাঁচ’

ভারতের মেয়েদের হারিয়ে অস্ট্রেলিয়ার ‘পাঁচে পাঁচ’

বিশ্বকাপে টানা ১৭ ম্যাচে জয়হীন পাকিস্তানের মেয়েরা

বিশ্বকাপে টানা ১৭ ম্যাচে জয়হীন পাকিস্তানের মেয়েরা