ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করা দরকার নেই: তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৯ জুলাই ২০২২
ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করা দরকার নেই: তামিম

ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম দুই সিরিজ বাংলাদেশ দলের জন্য ছিল মোটেও সুখকর ছিল না। টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর হেরেছে টি-টোয়েন্টি সিরিজও। এই অবস্থাতেও ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না অধিনায়ক তামিম ইকবাল।

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের হারের পর ওয়েস্ট ইন্ডিজেও দুই ম্যাচের টেস্ট সিরিজে নিজের ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাদা পোশাকে ধবল ধোলাই হওয়ার পর বদলেছে ফরম্যাট। কিন্তু বদলায়নি টাইগারদের ভাগ্য।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও পরের দুই ম্যাচে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। শুধু হার নয়, এই দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং নিয়ে ছিল তীব্র সমালোচনা।

এতো কিছুর পরও ওয়ানডে সিরিজের আগে ক্রিকেটারদের মানসিক অবস্থা চাঙা করার জন্য কাউকে ব্যক্তিগত অনুপ্রাণিত করার কোনো কারণ খুঁজে পাননি ওয়ানডে অধিনায়ক তামিম। বরং, সবাই দেশের জন্য খেলতে নামবে বলেই এটার দরকার নেই বলে মত তার।

শনিবার (৯ জুলাই) এই বিষয়ে তামিম বলেন, “হার কখনোই কাম্য নয়। আমরা সবাই চাই সিরিজটা ভালোভাবে শেষ করতে। সবাই–ই ভালো করতে চাই। এখানে আমার ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করার দরকার হবে না, কারণ তারা সবাই দেশের জন্য খেলছে। আমাদের সেরাটাই খেলতে হবে।”

তামিম আরও বলেন, “এমন নয় যে যারা টেস্ট বা টি–টোয়েন্টিতে ছিল তারা চেষ্টা করেনি, অবশ্যই চেষ্টা করেছে। আবার এটাও সত্যি যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি।”

এছাড়াও ওয়ানডে ফরম্যাটে ভালো কিছুর আশা করছেন তামিম ইকবাল। এমনকি ভালো ফলাফলের জন্য নিজেদের সেরা ক্রিকেট খেলার দিকেই মনোযোগী হচ্ছেন তামিম।

বলেন, “এখন পর্যন্ত আমরা আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি টি-টোয়েন্টি বলেন ওয়ানডে বলেন। আমি আশা করছি ওয়ানডেতে ইতিবাচক কিছু হবে, এটা এমন এক ফরম্যাট যেখানে আমরা কমফর্টেবল। একই সাথে বলতে হয় ওয়েস্ট ইন্ডিজও খুব ভালো খেলছে। আমাদেরকে সেরা ক্রিকেটটাই খেলতে হবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বলের প্রস্তুতিতে মাঠে নামবেন তামিম

দুই বলের প্রস্তুতিতে মাঠে নামবেন তামিম

সাকিব আছে বা নেই, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়: পুরান

সাকিব আছে বা নেই, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়: পুরান

‘মাঠ তো আর দশটা খেলোয়াড় চালায় না, সিদ্ধান্তটা অধিনায়কেরই’

‘মাঠ তো আর দশটা খেলোয়াড় চালায় না, সিদ্ধান্তটা অধিনায়কেরই’

বিশ্বকাপে পাওয়ার হিটিং না পারাটা ভোগাবে: লিটন

বিশ্বকাপে পাওয়ার হিটিং না পারাটা ভোগাবে: লিটন