আফিফের ব্যাটিং প্রশংসায় পঞ্চমুখ তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১০ আগস্ট ২০২২
আফিফের ব্যাটিং প্রশংসায় পঞ্চমুখ তামিম

প্রথম দুই ওয়ানডেতে রান পেলেও তৃতীয় ম্যাচেও রান পেতে বেশ বেগ পেতে হচ্ছিলো বাংলাদেশকে। সেই অবস্থা থেকে টেনে তুলে দলকে আড়াই’শ রানের কোটা পার করে দেন আফিফ। লোয়ার অর্ডারদের সঙ্গে নিয়ে দলকে টেনে তোলা আফিফ শেষ পর্যন্ত ৮১ বলে ৮৫ রানে অপরাজিত ছিলেন। তার এই ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল।

৪৭ রানে তিন উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। ১৭৬ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে বসা বাংলাদেশ আড়াইশ রানের কোটা পার করতে পারবে কি-না তা নিয়েই জেগেছিল সংশয়।

সেই সংশয় কাটে আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে। ইনিংসের শেষদিকে লোয়ার অর্ডার ব্যাটারদের সাথে নিয়ে খেলেন ৮১ বলে ৮৫ রানের ইনিংস। এতেই বাংলাদেশ পায় লড়াই করার পুঁজি।

আফিফের এই ইনিংসে মুগ্ধ অধিনায়ক তামিম বলেন, “আফিফ যেভাবে ব্যাটিং করেছে তা দারুণ। ব্যাটে বেশ ভালোভাবে বল পাচ্ছিলো। সেই সুযোগে দারুণ ব্যাটিংও করেছে সে।”

দলের জয়ে অবদান রাখা আফিফ হয়েছেন ম্যাচসেরা। তবে ম্যাচ জয়ে ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের বোলাররাও। তাদের প্রশংসা করতেও ভোলেননি তামিম।

বলেন, “৩০০ করেও আমরা ম্যাচ হেরেছি। এখানে ২৫০ রানকে ২০০ এর মতো লাগছিলো। ভাগ্যক্রমে আমরা দ্রুত পাঁচ উইকেট নিতে পেরেছি। এটা আমাদের জন্য বেশ ভালো হয়েছিল।”

অভিষেক ম্যাচে দুই উইকেট নিয়ে জাত চিনিয়েছেন পেসার ইবাদত হোসেন। তার বিষয়ে তামিমের ভাষ্য, “কয়েক সিরিজ ধরে ও আমাদের সাথে ছিল। আগে একাদশে না থাকায় আমি অবাক হয়েছিলাম। সে শেষ ম্যাচের জন্য প্রস্তুত ছিল এবং নিজেকে প্রমাণ করেছে।” 

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ হার নিশ্চিত করেছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমে ১০ রানের বড় জয় পায় তামিম ইকবাল বাহিনী।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বোলারদের নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

বোলারদের নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

এশিয়া কাপ নয়, সাব্বিরের মনোযোগ ‘এ’ দলে

এশিয়া কাপ নয়, সাব্বিরের মনোযোগ ‘এ’ দলে

বাংলাদেশকে সিরিজ হারের লজ্জা দেওয়া রাজার র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ উন্নতি

বাংলাদেশকে সিরিজ হারের লজ্জা দেওয়া রাজার র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ উন্নতি

মাঠে ফিরছেন সাইফউদ্দিন, অজানা এশিয়া কাপ ভাগ্য

মাঠে ফিরছেন সাইফউদ্দিন, অজানা এশিয়া কাপ ভাগ্য