ওয়ানডেতে সেরা দশে মোস্তাফিজ, এগিয়েছেন তাইজুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৭ আগস্ট ২০২২
ওয়ানডেতে সেরা দশে মোস্তাফিজ, এগিয়েছেন তাইজুল

জিম্বাবুয়ে সফরের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বোলারদের কল্যাণে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। সেই জয়ে বড় ভূমিকা রাখা মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন। এর মধ্যে কাটার মাস্টার ঢুকেছেন সেরা দশে। আর তাইজুল এগিয়েছেন ১৮ ধাপ।

বুধবার (১৭ আগস্ট) নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। সেখানে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন মোস্তাফিজুর রহমান। ৬৪০ রেটিং নিয়ে ক্রিস ওকসের সাথে যৌথভাবে ১০ নম্বরে আছেন তিনি।

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৫.২ ওভার বোলিং করে ১৭ রানে ৪ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। এছাড়াও ওই ম্যাচে ৩৪ রানে দুই উইকেট শিকার করেন স্পিনার তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই উইকেট নিয়ে ১৮ ধাপ এগিয়ে ৫৩তম স্থানে এসেছেন তাইজুল ইসলাম। এটাই তার ক্যারিয়ারের সেরা র‍্যাঙ্কিং। তার রেটিং পয়েন্ট ৪৬৯ পয়েন্ট।

র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে উঠে আসা মোস্তাফিজুর রহমান এর আগেও সেরা দশে ছিলেন। ২০১৮ সালের ডিসেম্বরে র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে ছিলেন তিনি। বর্তমানে সেরা দশে আছেন আরও একজন বাংলাদেশি বোলার। ৮ নম্বরে আছেন মেহেদি হাসান মিরাজ।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের আগের মতোই ১৬তম স্থানে আছেন অধিনায়ক তামিম ইকবাল। এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে দারুণ পারফর্ম করা এনামুল হক বিজয় এখনও সেরা একশতে ঢুকতে পারেননি।

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে শূন্য রানে আউট হওয়া মুশফিকুর রহিম দুই ধাপ পিছিয়ে এখন ২১ নম্বরে। জিম্বাবুয়ে সফরে না যাওয়া সাকিব আল হাসানেরও অবনতি দুই ধাপ, আছেন ৩২তম স্থানে।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ট্রেন্ট বোল্ট, দুইয়ে জাসপ্রিত বুমরাহ। শাহিন শাহ আফ্রিদি দুই ধাপ পিছিয়ে এখন পাঁচ নম্বরে। এতে এক ধাপ করে এগিয়ে তিনে জশ হেইজলউড ও চারে মুজিব উর রহমান। অলরাউন্ডারদের তালিকায় যথারীতি সবার ওপরে সাকিব।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

চার বছরে দ্বিপাক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি ম্যাচ বাংলাদেশের

চার বছরে দ্বিপাক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি ম্যাচ বাংলাদেশের

২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটের চার বছরের সূচি চূড়ান্ত, খেলবে ১৫০ ম্যাচ

বাংলাদেশ ক্রিকেটের চার বছরের সূচি চূড়ান্ত, খেলবে ১৫০ ম্যাচ

ওপেনিং ভাবনায় সাকিব-মুশফিক!

ওপেনিং ভাবনায় সাকিব-মুশফিক!