ফিঞ্চের বিদায়ী ম্যাচে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২
ফিঞ্চের বিদায়ী ম্যাচে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফররত নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২ উইকেট ও ১১৩ রানের পর তৃতীয় ও শেষ ম্যাচে ২৫ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

শনিবার (১১ সেপ্টেম্বর) সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ফলে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৭ রানের সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া।

বিদায়ী ম্যাচে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি অ্যারন ফিঞ্চ। ১৩ বলে ৫ রান করে ফিঞ্চ বিদায় নিলেও ব্যাট হাতে ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন স্টেভেন স্মিথ। এছাড়া ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি হাকান মারনাস লাবুশেন।

জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অসি বোলারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটাররা। শেষ পর্যন্ত ইনিংসের এক বল বাকি থাকতে ২৪২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ফলে ২৫ রানের পাশাপাশি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে কেন উইলিয়ামসনের দল।

অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে ৩ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন ক্যামেরন গ্রিন এবং শন অ্যাবট।

সিরিজের শেষে ম্যাচে সেরা খেলোয়াড় এবং সিরিজ সেরা হয়েছেন স্টেভেন স্মিথ। সিরিজের শেষ ম্যাচ সেঞ্চুরি হাকানো স্মিথ বাকি দুই ম্যাচে ব্যাট হাতে যথাক্রমে ১ এবং ৬১ রানের ইনিংস খেলেছেন।

সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ২৩৩ রানের টার্গেট ছুঁড়ে দেয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে মহাচাপে পড়া অসিদের ষষ্ঠ উইকেটে ১৬৩ বলে ১৫৮ রানের জুটিতে  জয় এনে দেন অ্যালেক্স ক্যারি ও ক্যামেরুন গ্রিন। ক্যারি ৮৫ রানে থামলেও ৮৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন গ্রিন।

দ্বিতীয় ম্যাচে মিচেল স্টার্কের অলরাউন্ড নৈপূণ্য ও স্পিনার এডাম জাম্পার ভেল্কিতে জয় পায় অস্ট্রেলিয়া। উপরের সারির ব্যাটারদের ব্যর্থতার পরও লোয়ার-অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ৯ উইকেটে ১৯৫ রান করে অসিরা। এরপর বল হাতে নিউজিল্যান্ডকে মাত্র ৮২ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। ৯ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নেন জাম্পা। স্টার্ক-সিন অ্যাবট ২টি করে উইকেট নেন।

সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় ১৮ ম্যাচে ১২ জয়, ৬ হারে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো অস্ট্রেলিয়া। আর এক ধাপ নীচে নেমে গেল বাংলাদেশ। অসিদের সমান ম্যাচ-জয়-হার-পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে এখন তৃতীয় স্থানে টাইগাররা। এছাড়া ১৫ ম্যাচে ১১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে নিউজিল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো জিম্বাবুয়ে

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো জিম্বাবুয়ে

২০২৩ এশিয়ান কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো অস্ট্রেলিয়া

২০২৩ এশিয়ান কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো অস্ট্রেলিয়া

বিশ্বকাপের স্কোয়াড দিলো অস্ট্রেলিয়া, দলে টিম ডেভিড

বিশ্বকাপের স্কোয়াড দিলো অস্ট্রেলিয়া, দলে টিম ডেভিড

ওয়াটসনের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার

ওয়াটসনের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার