সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভাঙলেন জামান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২০ জুলাই ২০১৮
সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভাঙলেন জামান

ছবি : পিসিবি

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক সাঈদ আনোয়ারের রেকর্ড ভেঙে ফেললেন বাঁ-হাতি ব্যাটসম্যান ফখর জামান।

শুক্রবার বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে ২৪টি চার ও ৫টি ছক্কায় ১৫৬ বলে অপরাজিত ২১০ রান করেন জামান। ফলে পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল-সেঞ্চুরির স্বাদ নিয়ে ১৯৯৭ সালে আনোয়ারের গড়া ১৯৪ রানের রেকর্ড ভেঙে ফেলেন তিনি।

১৯৯৭ সালে পাকিস্তানের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৪রানের রেকর্ড গড়েছিলেন আনোয়ার। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে পেপসি ইনডিপেনডেন্স কাপের ষষ্ঠ ম্যাচে ২২টি চার ও ৫টি ছক্কায় ১৪৬ বলে ১৯৪ রান করেন আনোয়ার। যা ছিল এত দিন পাকিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।

আরও পড়ুন> ১২ বছরের রেকর্ড ভেঙে উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড

এ ছাড়া আজ অপরাজিত ২১০ রান করে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা খেলোয়াড়দের তালিকায়ও নাম লেখান জামান। ওয়ানডে ক্রিকেটে এর আগে ডাবল-সেঞ্চুরি করেছেন ভারতের শচীন টেন্ডুলকার, বিরেন্দার শেবাগ, রোহিত শর্মা, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। টেন্ডুলকার, শেবাগ, গেইল ও গাপটিল একবার করে ডাবল-সেঞ্চুরি করলেও রোহিত শর্মা করেছেন তিনবার।

ওয়ানডেতে ডাবল-সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড় হলেন ভারতের টেন্ডুলকার। ২০১০ সালে গোয়ালিয়ড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২০০ রান করেন টেন্ডুলকার।


শেয়ার করুন :


আরও পড়ুন

১২ বছরের রেকর্ড ভেঙে উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড

১২ বছরের রেকর্ড ভেঙে উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড

জিম্বাবুয়েকে গুড়িয়ে পাকিস্তানের সিরিজ নিশ্চিত

জিম্বাবুয়েকে গুড়িয়ে পাকিস্তানের সিরিজ নিশ্চিত

উড়ছে পাকিস্তান, থামাতে চায় জিম্বাবুয়ে

উড়ছে পাকিস্তান, থামাতে চায় জিম্বাবুয়ে

প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটে বাংলাদেশের জয়

প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটে বাংলাদেশের জয়