বিজয়কে সাজঘর দেখিয়ে তিরস্কৃত জোসেফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৬ জুলাই ২০১৮
বিজয়কে সাজঘর দেখিয়ে তিরস্কৃত জোসেফ

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয়কে সাজঘরের পথ দেখিয়ে ডিমেরিট পয়েন্ট পেলেন ওয়েস্ট ইন্ডিজের ডান-হাতি পেসার আলজারি জোসেফ। জোসেফের আচরণবিধি ভঙ্গের ব্যাপারে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তার বিরুদ্ধে এ শাস্তি আরোপ করেছে।

আইসিসি জানায়, ‘বাংলাদেশের ব্যাটসম্যান এনামুলকে সাজঘর দেখানোয় কোড আচরণ বিধির ২.১.৭ ধারা ভঙ্গ করেন জোসেফ। যে কারণে জোসেফকে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে।’

গায়ানায় দ্বিতীয় ওয়ানডেতে ২৭২ রানের লক্ষ্যে নিজেদের ইনিংস শুরু করে বাংলাদেশ। তামিম ইকবাল ও এনামুল বাংলাদেশের ইনিংস শুরু করেন। ব্যাট হাতে শুরু থেকেই বিধ্বংসী রূপ নেন এনামুল। ২টি করে চার-ছক্কায় ৮ বলে ২৩ রান তোলার পর মোকাবেলা করা নিজের নবম বলে ওয়েস্ট ইন্ডিজ পেসার জোসেফর বলে বোল্ড আউট হন তিনি। এনামুলকে আউটের পর সাজঘরে ফিরে যাবার ইশারা দেন জোসেফ। যা আইসিসির আচরণবিধি ভঙ্গের শামিল।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.৭ ধারায় লেখা রয়েছে, ‘ব্যাটসম্যানকে আউট করার পর এমন কোনো ভাষা কিংবা অঙ্গভঙ্গি করা যাবে না, যা উস্কানিমূলক।’ আর এ কাজটিই করেছেন জোসেফ। ফলে তাকে সর্তক করা ছাড়াও একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। তবে কোন জরিমানা বা শাস্তি দেয়া হয়নি।

এছাড়া ম্যাচ শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন জোসেফ। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ সময়ে হেরে বসলো বাংলাদেশ

শেষ সময়ে হেরে বসলো বাংলাদেশ

ম্যাচ হেরে মাশরাফির কণ্ঠে হতাশা ও ক্ষোভ

ম্যাচ হেরে মাশরাফির কণ্ঠে হতাশা ও ক্ষোভ

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব