অস্ট্রেলিয়ার প্রথম জয়ে শ্রীলঙ্কার হ্যাটট্রিক হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৫ পিএম, ১৬ অক্টোবর ২০২৩
অস্ট্রেলিয়ার প্রথম জয়ে শ্রীলঙ্কার হ্যাটট্রিক হার

বিশ্বকাপে নিজেদের খেলা দুই ম্যাচেই পরাজিত হয়ে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। সেই লক্ষ্যে ভালো শুরু করেও ব্যাটিং ধসে আশায় গুড়ে বালি শ্রীলঙ্কার। লঙ্কান ক্রিকেট দলকে টানা হ্যাটট্রিক হারের স্বাদ দিয়ে বিশ্বকাপে তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া।

সোমবার (১৬ অক্টোবর) লক্ষ্মৌতে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৩.৩ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২০৯ রানের সংগ্রহ গড়েছিল শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ১২৫ রান পেলেও শেষ ৫২ রান তুলতেই বাকি ৯ উইকেট হারিয়ে বসেছিল লঙ্কান ব্যাটাররা।

শ্রীলঙ্কাকে স্বল্প রানে গুটিয়ে দিয়ে প্রথম দিকে নিজেরাও বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। দলীয় ২৪ রানে দুই ওপেনারকে হারিয়ে রানের গতি থেমে গিয়েছিল অসিদের। তবে ওপেনার মিচেল মার্শ এবং জোশ ইংলিশের ফিফটি রানের ইনিংসে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

৮৮ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। চলমান বিশ্বকাপে অস্ট্রেলিয়ার এটি প্রথম জয়। এর আগে নিজেদের খেলা প্রথম দুই ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের তিক্ত স্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া।

২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিচেল মার্শ ৫২ এবং জোশ ইংলিশে ৫৮ রানের ইনিংস খেলেন। শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েল ৩৩ এবং মার্কাস স্টইনিস ২০ রানে অপরাজিত ছিলেন। এছাড়া মাঝে মার্নাস লাবুশেন ৪০ রানের একটি ইনিংস খেলেছেন।

এর আগে উদ্বোধনী জুটিতে ১৩০ বলে ১২৫ রানের জুটি গড়ার পরও ৪৩.৩ ওভারে ২০৯ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। ৫২ রানে শেষ ৯ উইকেট হারায় শ্রীলঙ্কা।

দলের পক্ষে দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ৬১ ও কুশল পেরেরা ৭৮ রান করেন। মাঝে চারিথ আসালাঙ্কার একটি ২৫ রানের ইনিংস ছাড়া বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে। শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জাম্পা ৪ উইকেট নেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

৫২ রানে শেষ ৯ উইকেট হারালো শ্রীলঙ্কা

৫২ রানে শেষ ৯ উইকেট হারালো শ্রীলঙ্কা

ভারতের বিপক্ষে পাকিস্তানকে ‘চোকার’ বলা যাবে না: রমিজ রাজা

ভারতের বিপক্ষে পাকিস্তানকে ‘চোকার’ বলা যাবে না: রমিজ রাজা

ক্রিকেট বিশ্বকাপের পাঁচটি বড় অঘটন

ক্রিকেট বিশ্বকাপের পাঁচটি বড় অঘটন

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম জয়

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম জয়