পাকিস্তানকে হারিয়ে অঘটন ঘটালো আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৩
পাকিস্তানকে হারিয়ে অঘটন ঘটালো আফগানিস্তান

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর আরেকটি অঘটন ঘটালো আফগানিস্তান ক্রিকেট দল। নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে আফগানরা। ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের এটাই প্রথম হার।

ওয়ানডে ফরম্যাটে এর আগে দুই দল সাতবার মুখোমুখি হয়েছিল। সবগুলো ম্যাচেই পাকিস্তান ক্রিকেট দল জয় পেয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে বাবর আজমদের হারিয়ে দিল আফগানিস্তান। বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দলের এটি দ্বিতীয় জয়।

সোমবার (২৩ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৮২ রানের সংগ্রহ গড়েছিল পাকিস্তান। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।

বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দলের এটি দ্বিতীয় জয়। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দল টানা হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ পেল। এদিকে, এ জয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশকে নিচে নামিয়ে দিয়ে ৬ষ্ঠ স্থানে উঠে গেছে আফগানিস্তান।

ব্যাট করতে নেমে দেখেশুনে খেলে দলকে ১০ ওভারে ৫৬ রানের সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার শফিক ও ইমাম উল হক। জুটিতে ১৭ রান অবদান রেখে ১১তম ওভারের প্রথম বলে আফগানিস্তানের পেসার আজমতুল্লাহ ওমরজাইর শিকার হন ইমাম।

ইমামের পর দ্বিতীয় উইকেটে অধিনায়ক বাবরের সাথে আবারও হাফ-সেঞ্চুরির জুটি গড়েন শফিক। এ জুটিতেই নিজের মুখোমুখি হওয়া ৬০ বলে ওয়ানডেতে তৃতীয় হাফ-সেঞ্চুরি করেন শফিক। অর্ধশতকের পর স্পিনার নূরের বলে প্রথম শিকার হয়ে লেগ বিফোর আউট হন ৫টি চার ও ২টি ছক্কায় ৭৫ বলে ৫৮ রান করা শফিক।

দ্বিতীয় উইকেট জুটিতে ৭৪ বলে ৫৪ রান যোগ করেন শফিক-বাবর। শফিককে শিকার করে বিশ^কাপের ইতিহাসে চতুর্থ ও আফগানিস্তানের দ্বিতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে উইকেটের স্বাদ পান নূর। শফিকের পর চার নম্বরে নামা মোহাম্মদ রিজওয়ানকেও ৮ রানে থামিয়ে দেন নূর। ১২০ রানে তৃতীয় উইকেট পতনের পর সৌদ শাকিলকে নিয়ে দলের রানের চাকা সচল রেখে দেড়শ পার করেন বাবর।

৩৪তম ওভার দলীয় ১৬৩ রানে চতুর্থ ব্যাটার হিসেবে স্পিনার মোহাম্মদ নবির বলে আউট হন ৩টি চারে ২৫ রান করা শাকিল। বাবর-শাকিল জুটিতে ৪৩ রান যোগ করেন। শাকিল ফেরার কিছুক্ষণ পর ৬৯ বল খেলে ওয়ানডেতে ৩০তম হাফ-সেঞ্চুরি করেন বাবর। পঞ্চম উইকেটে শাদাব খানকে নিয়ে দলের স্কোর ২শ পার করেন পাকিস্তান অধিনায়ক।

নূরের করা ৪২তম ওভারের প্রথম বলেই ছক্কা মারেন বাবর। কিন্তু পঞ্চম বলে এক্সট্রা কভারে নবিকে ক্যাচ দিয়ে বিদায় নেন পাক অধিনায়ক। নূরের তৃতীয় শিকার হবার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ৯২ বলে ৭৪ রান করেন বাবর। শাদাবের সাথেও দলকে ৪৩ রান এনে দেন বাবর।

বাবর ফেরার পর ক্রিজে শাদাবের সঙ্গী হন ইফতিখার আহমেদ। উইকেটের সাথে মানিয়ে আফগানিস্তানের বোলারদের উপর চড়াও হন ইফতিখার। ৪৬ থেকে ৪৯ ওভার পর্যন্ত যথাক্রমে- ১৩, ১৬, ১৩ ও ১৬ রান তুলেন শাদাব-ইফতিখার। এই চার ওভারে সর্বমোট ৫৮ রান তুলেন তারা।

ইনিংসের শেষ ওভারে মাত্র ৩ রান খরচ করে মারমুখী শাদাব ও ইফতিখারকে শিকার করেন নাভিন। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮২ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ২টি চার ও ৪টি ছক্কায় ২৭ বলে ৪০ রান করেন ইফতিখার। ১টি করে চার-ছক্কায় শাদাব করেন ৩৮ বলে ৪০ রান। ষষ্ঠ উইকেটে ৪৫ বলে ৭৩ রান যোগ করেন শাদাব-ইফতিখার।

১০ ওভারে ৪৯ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের পক্ষে সফল বোলার ছিলেন নূর। এ ইনিংসের মাধ্যমে আফগানিস্তানের পক্ষে বিশ্বকাপে অভিষেক ম্যাচে সেরা বোলিংয়ের নজির গড়লেন নূর। এছাড়া নাভিন ২টি, নবি-ওমারজাই ১টি করে উইকেট নেন।

২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩০ রানের ওপেনিং জুটি গড়েন রহমত উল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। ২২তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ৬৫ রানে গুরবাজ ফিরলে আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙে।

গুরবাজ ফেরার পর দলীয় ১৯০ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। ব্যাট হাতে ৮৭ রানের ইনিংস খেলে ৩৪তম ওভারে ফিরেন আরেক ওপেনার জাদরান। তবে এরপর আর উইকেট হারাতে হয়নি আফগানদের।

রহমত শাহ এবং অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন। ইনিংসের এক ওভার বাকি থাকতেই তারা জয় তুলে নেয়। ব্যাট হাতে রহমত শাহ ৭৭ এবং হাশমতউল্লাহ শহীদী ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়া এ ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন ৮৭ রানের ইনিংস খেলা ইব্রাহিম জাদরান।


শেয়ার করুন :