মিরাজের সেঞ্চুরি, অধিনায়কত্ব বাড়তি পাওয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১১ নভেম্বর ২০২৪
মিরাজের সেঞ্চুরি, অধিনায়কত্ব বাড়তি পাওয়া

জীবনের পথে যেকোন মাইলফলকই দারুণ কিছু। ক্রীড়াবিদদের জন্য সেটি আরও বাড়তি পাওয়া। বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। শুধু তাই নয়, ম্যাচটিতে নেতৃত্বও দিচ্ছেন তিনি।

ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ছিটকে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। নিজের ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচে হঠাৎই নেতৃত্ব পাওয়া যেন ম্যাচটি তার জন্য আরও গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।

২০১৭ সালের মার্চে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মিরাজের। অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি তাকে। তবে বল হাতে ১০ ওভারে ৪৩ রানে ২ উইকেট নেন মিরাজ। অভিষেক ম্যাচের পর দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

৯৯ ওয়ানডেতে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৩.৪০ গড় ও ৭৭.৪৫ স্ট্রাইক রেটে ১৩৮১ রান করেছেন মিরাজ। বোলিংয়ে ৩৪.৮৩ গড় ও ৪.৭৮ ইকোনমিতে ১০৮ উইকেট নিয়েছেন এই ডান-হাতি ক্রিকেটার।

মিরাজের আগে বাংলাদেশের ১২জন ক্রিকেটার ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন। তারা হলেন- মুশফিকুর রহিম (২৭২ ম্যাচ), সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ), তামিম ইকবাল (২৪৩ ম্যাচ), মাহমুদুল্লাহ রিয়াদ (২৩৪ ম্যাচ), মাশরাফি বিন মর্তুজা (২১৮ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ), আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচ), খালেদ মাসুদ (১২৬ ম্যাচ), মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ), হাবিবুল বাশার (১১১ ম্যাচ), এমাস্তাফিজুর রহমান (১০৬ ম্যাচ), রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।



শেয়ার করুন :