দুঃসংবাদ বাংলাদেশের, মাঠ থেকে হাসপাতালে তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮
দুঃসংবাদ বাংলাদেশের, মাঠ থেকে হাসপাতালে তামিম

দুঃসংবাদই বয়ে আনলো এশিয়া কাপের প্রথম ম্যাচ। বাংলাদেশ শিবিরে এমনিতেই ইনজুরির ছড়াছোড়ি, তার মধ্যে মাঠে আঘাত পেয়ে সরাসরি হাসপাতালে চলে যেতে হলো টাইগার ওপেনার তামিম ইকবালকে। ওপেনিংয়ে নেমে মাত্র ২ রান করেই তাকে মাঠ ছাড়তে হয়েছে।

টস জিতে বাংলাদেশ খেলতে নেমে সুরাঙ্গা লাকমলের করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে বাঁ-হাতের কব্জিতে আঘাত পান তামিম। ব্যথা এতটাই যে ব্যাটিংটা চালিয়ে যেতে পারেননি তিনি। এখানেই শেষ নয়, মাঠ থেকে সরাসরি হাসপাতালে ছুটতে হয়েছে তাকে।

অবস্থা পর্যবেক্ষণের জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। সেখানে এক্স-রে করা হবে। এক্স-রের পর নিশ্চিত হওয়া যাবে চোট কতটা গুরুতর। তবে আজ যে শ্রীলঙ্কার বিপক্ষে আর ব্যাটিংয়ে নামতে পারবেন না তামিম তা প্রায় নিশ্চিত।

এ বিষয়ে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমু্দ সুজন বলেছেন, ‘তামিমের ইনজুরি কতটুকু গুরুতর তা জানতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে আজ আবার সে মাঠে নামতে পারবে কিনা।’

তবে জানা গেছে, তামিমের চোটটি গুরুতর। এ ম্যাচে আসলে আর তার নামার সম্ভাবনা নেই। পুরো এশিয়া কাপেই এই ওপেনারকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ।

তামিমের ইনজুরি নিয়ে আগেই শঙ্কা ছিল। তারপরেও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলেন। কিন্তু সেই ইনজুরিই তাকে মাঠের বাইরে ছিটকে দিল। এছাড়াও সাকিব মুশফিকও রয়েছেন ইনজুরির তালিকায়, যদিও তারা একাদশে রয়েছেন এবং খেলছেন।

এশিয়া কাপের প্রথ ম্যাচে খেলছেন- তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ হেরে রাতভর কেঁদেছিলেন মেসি!

ম্যাচ হেরে রাতভর কেঁদেছিলেন মেসি!

এশিয়া কাপে যে পাঁচ খেলোয়াড়ের ওপর থাকবে স্পট লাইট

এশিয়া কাপে যে পাঁচ খেলোয়াড়ের ওপর থাকবে স্পট লাইট

২২ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন কলিংউড

২২ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন কলিংউড

দুঃখ ভুলে শুভ সূচনা চায় বাংলাদেশ

দুঃখ ভুলে শুভ সূচনা চায় বাংলাদেশ