ভারতকে ১৬৩ রানের টার্গেট দিলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮
ভারতকে ১৬৩ রানের টার্গেট দিলো পাকিস্তান

এশিয়া কাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে ভারতকে ১৬৩ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। ইনিংসের ৪১ বল বাকি থাকতেই ভারতীয়দের বোলিং তোপে ১৬২ রানেই অলআউট হয়ে গেছে পাকিস্তান।

ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। পরে অবশ্য বাবর আজম আর শোয়েব মালিক সেই বিপর্যয়ের হাল ধরেন। দু'জনই ফিফটির দোরগোড়ায় এসে সাজঘরে ফিরেন। আবারও বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

এর পর নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তানের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের তোপে ১৬২ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। দখনও ইনিংসের বাকি ছিল ৪১ বল।

গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকং-কে ৮ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। আর গতরাতে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ২৬ রানে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

এদিকে ভারতের বিপক্ষে আজ আগের ম্যাচের একাদশই বহাল রেখেছে পাকিস্তান। তবে এ ম্যাচের জন্য একাদশে দু’টি পরিবর্তন এনেছে ভারত। শারদুল ঠাকুর ও খলিল আহমেদের পরিবর্তে একাদশে এসেছেন জসপ্রিত বুমরাহ ও হার্ডিক পান্ডিয়া।

পাকিস্তান একাদশ
সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির ও উসমান সিনওয়ারি।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইদু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, হার্ডিক পান্ডিয়া, যুজবেন্দ্রা চাহাল, ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহ।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ

বিদায় বেলায় ভারতকে নিয়ে খেললো হংকং

বিদায় বেলায় ভারতকে নিয়ে খেললো হংকং

নিজে অনুপস্থিতিতে নতুনদের সুযোগ দেখছেন তামিম

নিজে অনুপস্থিতিতে নতুনদের সুযোগ দেখছেন তামিম

ফোন করে তামিমের খোঁজ নিলেন শেখ হাসিনা

ফোন করে তামিমের খোঁজ নিলেন শেখ হাসিনা