শাস্তি থেকে বেঁচে গেল শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৮ জুন ২০১৯
শাস্তি থেকে বেঁচে গেল শ্রীলঙ্কা

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ না নেওয়া সত্ত্বেও শ্রীলঙ্কার বিরুদ্ধে শাস্তিমূলক কোন ব্যবস্থা নেবে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত ১৫ জুন (শনিবার) ওভালে বিশ্বকাপের গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৭ রানে পরাজিত হয় দিমুথ কারুনারত্নের নেতৃত্বাধীন লঙ্কানরা।

এতে মারাত্মকভাবে হুমকিতে পড়ে যায় লঙ্কানদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা। কারণ গ্রুপ পর্বের ৫ ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। একটি মাত্র ম্যাচে জয় পাওয়া দলটি দুই ম্যাচে পরাজিত হয়েছে। আর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কবলে পড়ে।

এমন পরিস্থিতিতে বাধ্যবাধকতা সত্ত্বেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন ও মিক্স জোনকে পাশ কাটিয়ে চলে যায় লঙ্কান অধিনায়ক ও অন্য খেলোয়াড়রা। এতেই ধারণা করা হচ্ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে আইসিসি।

তবে শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি) সোমবার নিশ্চিত করেছে যে তাদেরকে কোন ধরনের শাস্তির মুখে পড়তে হচ্ছে না। বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ার কারণে আইসসির শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে বলে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে।’

‘তবে তাদেরকে এ রকম কিছুর মুখোমুখি হতে হয়নি। শনিবারের ওই বিষয়টি নিয়ে লঙ্কান ক্রিকেট আইসিসির সঙ্গে আলোচনা করেছে। সেখানে নিশ্চয়তা দেওয়া হয়েছে টুর্নামেন্টের বাকী ম্যাচগুলোতে তারা এমন পরিস্থিতির সৃষ্টি করবে না।’


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির শাস্তির মুখে পড়ছে শ্রীলঙ্কা

আইসিসির শাস্তির মুখে পড়ছে শ্রীলঙ্কা

পরিত্যক্ত হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

পরিত্যক্ত হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

বৃষ্টির ‘কল্যাণে’ শ্রীলঙ্কার জয়

বৃষ্টির ‘কল্যাণে’ শ্রীলঙ্কার জয়

বিশ্বকাপে হ্যাটট্রিক করতে চান মালিঙ্গা

বিশ্বকাপে হ্যাটট্রিক করতে চান মালিঙ্গা