ভারতে না হলে ২০২৩ বিশ্বকাপ আয়োজনে ‘প্রস্তুত’ বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ এএম, ২৯ জুন ২০১৯
ভারতে না হলে ২০২৩ বিশ্বকাপ আয়োজনে ‘প্রস্তুত’ বাংলাদেশ

ভারতের বিপক্ষে আইসিসি সতর্কবার্তা জারি করেছিল আগেই। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পাওনা ২৩ মিলিয়ন বা ১৬০ কোটি টাকা দিতে না পারলে ২০২৩ বিশ্বকাপের আয়োজক হওয়া থেকে বঞ্চিত হবে ভারত। তবে ভারত শেষ পর্যন্ত আইসিসির পাওনা টাকা পরিশোধ করতে না পারলে আয়োজক হওয়ার সুযোগ লুফে নেবে বাংলাদেশ। এমনটাই জানালেন বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।

তিনি বলেন, বিগত দিনের অভিজ্ঞতা আছে, অনেকেই এশিয়া কাপ নিতে চায়নি, আমরা কিন্তু একা হোস্ট করেছি। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেয়ার করেছি। আমরা যেকোনো কিছু করতে পারি সেটা কিন্তু প্রমাণিত। আমরা সবসময় প্রস্তুত।

মাঠের বাইরের ক্রিকেটের মতোই মাঠের ক্রিকেটেও তীক্ষ্ণ নজর রেখেছেন সাবেক এই অধিনায়ক। বিশ্বের অন্যসব ক্রিকেটারের মতো দুর্জয়ও সাকিবে দারুণ মুগ্ধ। তার মতে, বিশ্ব মঞ্চে সাকিব বোলিং ও ব্যাটিংয়ে যে গতিতে এগিয়ে চলছে তাতে করে এবারের বিশ্বকাপে বিরাট কোহলি, জো রুট, ওর্য়ানার, উইলিয়ামসদের ডিঙিয়ে টুর্নামেন্টের সেরা হবেন তিনি।

দুর্জয় বলেন, সাকিব যে স্ট্যান্ডার্টের প্লেয়ার সেটা মেইনটেন করছে। এই টুর্নামেন্টের সে অন্যতম একজন সেরা পারফর্মার।

বিশ্বকাপের স্বপ্নযাত্রায় নোঙর ভেড়াতে হলে ইংল্যান্ড, ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে, কিন্তু দুর্জয়ের মতে দলের পারফর্মেন্স দারুণ ইতিবাচক। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে স্বপ্ন পূরণ সম্ভব হবে।

তিনি বলেন, সেমিফাইনালে বা ফাইনালে যেতে পারবে কি পারবে না সেটা অনেকটা ভাগ্যের উপরও নির্ভর করে। সবাই ভালো খেলছে, শুধু ফিল্ডিংটা আমরা হয়তো আরও একটু ভালো করতে পারি।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্টার্ক-বুমরাহদের চেয়ে এগিয়ে সাইফউদ্দিন

স্টার্ক-বুমরাহদের চেয়ে এগিয়ে সাইফউদ্দিন

অবসর নিয়ে যা বললেন মাশরাফি

অবসর নিয়ে যা বললেন মাশরাফি

মাশরাফিকে ‘জাতীয় বীর’ বললো আইসিসি

মাশরাফিকে ‘জাতীয় বীর’ বললো আইসিসি

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সেমিফাইনাল যে সমীকরণে আবদ্ধ

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সেমিফাইনাল যে সমীকরণে আবদ্ধ