খুশি নন মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ পিএম, ০৬ জুলাই ২০১৯
খুশি নন মোস্তাফিজ

ফাইল ছবি

দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরমার কে -এমন প্রশ্নে সহজেই নাম আসবে সাকিব আল হাসানের। কারণ, ৮ ইনিংস ব্যাট করে দুটি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৬০৬ রান ও বল ১১ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এরপরও যদি প্রশ্ন করা হয় দ্বিতীয় পারফরমার কে? তখন নাম আসবে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের।

টাইগার দলের এ কাটার মাস্টার বল হাতে ৮ ইনিংসে ২০ উইকেট নিয়েছেন। শেষ দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট। শুক্রবার (৫ জুলাই) লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তুলেছেন মোস্তাফিজ। তবে ব্যক্তিগত এমন অর্জনে খুশি নন ফিজ। দল সেমিফাইনালে উঠতে পারলে ভালো লাগতো তার।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে গিয়ে মোস্তাফিজ বলেন, ‘আরও ভালো করা যেত। দল ভালো না করলে, ব্যক্তিগত সাফল্য কিছু নয়। সেমিফাইনাল খেলতে পারলে খুশি হতাম।’

বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠেছে মোস্তাফিজের। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তামিম ইকবালের সেঞ্চুরি ও পেসার শাহাদাত হোসেনের ৫ উইকেটে অনার্স বোর্ডে নাম ওঠে এ দুই বাংলাদেশির। এবার সেই অনার্স বোর্ডে নাম তুলেছেন মোস্তাফিজ।

ইংল্যান্ডে গেলে অনার্স বোর্ডে নিজের নাম দেখবেন বলে জানান মোস্তাফিজ। বলেন ‘যদি আবার আসি, তখন দেখব।’

মোস্তাফিজের পারফরমেন্সের প্রশংসা ঝড়ছে, তবে আরও ভালো করতে পারতেন বলে জানান তিনি, ‘সবাই বলছে ভালো করতে পেরেছি, কিন্তু আমি খুশি না। রানটা কম হলে ভালো হতো। বোলিং আরও ভালো হতে পারতো। কাটার আছে, ইয়র্কার ফিফটি-ফিফটি পেরেছি। আরো ভালো হলে ডেথ ওভারে ভালো হতো।’


শেয়ার করুন :


আরও পড়ুন

লর্ডসের অনার্স বোর্ডে যুক্ত হলো মোস্তাফিজের নাম

লর্ডসের অনার্স বোর্ডে যুক্ত হলো মোস্তাফিজের নাম

শততম উইকেট শিকারে চতুর্থ ও ৪৪ বছরের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ

শততম উইকেট শিকারে চতুর্থ ও ৪৪ বছরের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ

মাশরাফিকে সবাই ভালোবাসে, অবসরের বিষয় একান্ত তার : রোডস

মাশরাফিকে সবাই ভালোবাসে, অবসরের বিষয় একান্ত তার : রোডস

বিশ্বকাপ শেষে অবসর নিতে পারেন ধোনি

বিশ্বকাপ শেষে অবসর নিতে পারেন ধোনি