মাঝ পথেই থামতে হলো নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াকে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৪ মার্চ ২০২০
মাঝ পথেই থামতে হলো নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াকে

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে স্থবির যখন ক্রীড়াঙ্গন তখন এরই মাঝে ফাঁকা গ্যালারিতে আয়োজন করা হয় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে এক ম্যাচ পরই স্থগিত করা হলো চলমান এই সিরিজ।

করোনার প্রভাবে থমকে আছে পুরো ক্রীড়াঙ্গন। ক্রমান্বয়ে করোনাভাইরাস ছড়িয়ে যাচ্ছে দেশ থেকে দেশান্তরে। তবে এমন আতঙ্কের মাঝেও শুরু হয় চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে সিরিজ। এক ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর সিরিজ স্থগিত করে দেশে ফিরছে কিউই ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি।

শনিবার (১৪ মার্চ) বিকেল থেকে বর্ডারে বেশকিছু বিধিনিষেধ বেঁধে দিয়েছে নিউজিল্যান্ড সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাসমান প্রতিবেশি অস্ট্রেলিয়া থেকে কেউ নিউজিল্যান্ডে প্রবেশ করলে তাকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

নতুন এই বিধি নিষেধ কার্যকর হবে রোববার (১৫ মার্চ) মধ্যরাত থেকে। তার আগেই দেশে ফিরে যেতে চাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল , যাতে করে তাদেরকে কোয়ারেন্টাইনে না যেতে হয়। কিউই টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকেলের মধ্যে সিডনি ছাড়বেন দলের বেশিরভাগ সদস্য।

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে বলেছে, ‘সরকারের অবস্থান মেনে নিয়ে সেটি সমর্থন জানাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এখন এই সময়টা ঝুঁকিপূর্ণ ও বিপদের। ব্যক্তিগত স্বাস্থ্য এবং আমাদের খেলোয়াড়দের ভালো থাকা সবার আগে।’

এখন সিরিজ বাতিল হলেও পরবর্তীতে দুই বোর্ডের আলোচনার মাধ্যমে নতুন সূচি ঠিক করে খেলা হবে।

শুধু চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে সিরিজই নয়, বাতিল করা হচ্ছে নিউজিল্যান্ডের মাঠে চলতি মাসের শেষদিকে যে দুই দলের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৭১ রানে হারায় অস্ট্রেলিয়া।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফাঁকা গ্যালারিতে বল কুড়িয়ে কোয়ারেন্টাইনে ফার্গুসন

ফাঁকা গ্যালারিতে বল কুড়িয়ে কোয়ারেন্টাইনে ফার্গুসন

আইসিসির বোর্ড সভা হবে, তবে ভিন্নভাবে

আইসিসির বোর্ড সভা হবে, তবে ভিন্নভাবে

এবার না খেলে ভারত থেকে দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা

এবার না খেলে ভারত থেকে দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা

দর্শকশূন্য গ্যালারিতে মূর্তিটি কার?

দর্শকশূন্য গ্যালারিতে মূর্তিটি কার?