পেস আক্রমণ পরিবর্তনের প্রয়োজন দেখছেন না গ্যাব্রিয়েল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২০ জুন ২০২০
পেস আক্রমণ পরিবর্তনের প্রয়োজন দেখছেন না গ্যাব্রিয়েল

২০১৯ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজ জয়ের স্বাদ নিয়ে এবার ইংল্যান্ডের মাটিতে তিন টেস্টর সিরিজ খেলবে ক্যারিবীয়রা। তাই নিজ মাঠের সিরিজের পেস অ্যাটাকের উপর আস্থা রাখতে বললেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। আসন্ন সিরিজে পেস অ্যাটাকে কোন পরিবর্তনের প্রয়োজন নেই বলে জানান তিনি।

ক্যারিবীয় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে সফরকারী ইংল্যান্ড অধিনায়ক জো রুটের সাথে অশোভন আচরণ করায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন গাব্রিয়েল। সেন্ট লুসিয়ায় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে রুটকে উদ্দেশ্যে করে গ্যাব্রিয়েল বলেছিলেন, ‘তুমি কি ছেলেদের পছন্দ করো’? পাল্টা উত্তরে রুট বলেছিলেন, ‘সমকামী হওয়ার ক্ষেত্রে কোন ভুল নেই।’

কিন্তু গাব্রিয়েল এমন আচরণ আইসিসির আচরণ বিধি লঙ্ঘনের শামিল। তাই চার ম্যাচের জন্য নিষেধাজ্ঞাও পান তিনি। স্টাম্পের মাইক্রোফোনে কেবলমাত্র রুটের বক্তব্যই শুনতে পাওয়া গিয়েছিল। ওই ম্যাচে ইংল্যান্ড জিতলেও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৩৮১ রানে ও ১০ উইকেটে জয় পায় ক্যারিবীয়রা। তৃতীয় ও শেষটি ২৩২ রানে জিতে নেয় ইংল্যান্ড।

করোনাভাইরাসের কারণে রুদ্ধদার স্টেডিয়ামে জুলাই মাসে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড। ২২ গজ থেকে স্টাম্পের মাইক্রোফোনে এবার সবই শুনতে পাওয়া যাবে, কারণ গ্যালারিতে দর্শকদের কোন আওয়াজ থাকছে না।

অবশ্য পুরনো স্মৃতিকে সামনে আনতে নারাজ ছিলেন গাব্রিয়েল। বৃহস্পতিবার (১৮ জুন) ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘আমি সত্যিই এটি নিয়ে খুব বেশি ভাবতে চাই না। এটি নিয়ে কথাও বলতে চাই না। তারা যেমন আচরণ করেছিল, তা ফুটে উঠেছিল। আমি শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘এ নিয়ে আমার মধ্যে কোন কঠোরানুভূতি নেই। আমি এখানে ক্রিকেট খেলতে এসেছি। সে জো রুট বা বেন স্টোকস বা যে কেউই হোক, তাদের আউট করার জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা করবো, নির্দিষ্ট কোন খেলোয়াড়কে টার্গেট নেই।’

ইংল্যান্ডে পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ দল এখন কোয়ারেন্টাইনে আছে এবং ওল্ড ট্রাফোর্ডে অনুশীলন করছে। এই ভেন্যুতেই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এজবোলে ৮ জুলাই থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। করোনাভাইরাসের কারণে বায়ো-সুরক্ষিত অবস্থায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। তবে গাব্রিয়েল মনে করেন না, এটি মাঠে খেলোয়াড়দের মানসিকতায় কোন পরিবর্তন আনবে।

তিনি বলেন, ‘যতক্ষণ এই নিয়ম খেলার মধ্যে থাকবে, ততক্ষন এর বাইরে যাওয়া যাবে না। এটা অসম্মানজনক নয়। আমরা মনে হয় না, এটি অনেক কিছু বদলে দিবে।’

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৫ টেস্ট খেলা ৩২ বছর বয়সী গাব্রিয়েল বলেন, ‘যখন আপনি মাঠে নামবেন, তখন দেশের হয়ে খেলবেন এবং আপনি যদি শতভাগ দিতে সেখান না যান আমার মনে হয় না সেখানে আপনার থাকা উচিত।’

২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রমাণের পর ওয়েস্ট ইন্ডিজ পেস অ্যাটাকে কোন পরিবর্তনের প্রয়োজন নেই বলে জানান গাব্রিয়েল। তিনি বলেন, ‘আমি মনে করি না, ক্যারিবীয়ান দ্বীপে আমরা যে পরিকল্পনায় ছিলাম তা পরিবর্তনের প্রয়োজন আছে। যা নষ্ট হয়নি, সেখানে এমন কিছু করা উচিত হবে না।’

সিরিজের প্রথম টেস্টে দেখা যাবে না রুট ও গাব্রিয়েলকে। কারণ দ্বিতীয় সন্তানের জন্মের জন্য স্ত্রীর পাশে থাকবেন রুট আর বাঁ-পায়ে গোড়ালির চোঁট কাটিয়ে উঠার চেষ্টা করছেন গাব্রিয়েল। ইনজুরির কারণে ১৪ দলের মূল টেস্ট স্কোয়াডে গাব্রিয়েলকে রাখা হয়নি। তাই দলে থাকা ১১জন রির্জাভের দলে রাখা হয়েছে তাকে। তবে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন ম্যাচের আগে, ৮৫ থেকে ৯০ শতাংশ সুস্থ হয়ে উঠবেন গাব্রিয়েল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেকে ফিরে পেতে হেইন্সের শরণাপন্ন ব্র্যাথওয়েট

নিজেকে ফিরে পেতে হেইন্সের শরণাপন্ন ব্র্যাথওয়েট

ইংল্যান্ড সফরে নিজেকে ফিরে পেতে চান শাই হোপ

ইংল্যান্ড সফরে নিজেকে ফিরে পেতে চান শাই হোপ

খেলার মাঠে আর্চারের সাথে কোনো বন্ধুত্ব নেই : রোচ

খেলার মাঠে আর্চারের সাথে কোনো বন্ধুত্ব নেই : রোচ

রুদ্ধদার স্টেডিয়ামে সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ

রুদ্ধদার স্টেডিয়ামে সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ