ব্যাট হাতে ব্রডের দাপট, ৩৬৯ রানে থামলো ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২৬ জুলাই ২০২০
ব্যাট হাতে ব্রডের দাপট, ৩৬৯ রানে থামলো ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে টসে হেরে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৬৯ রান তোলে স্বাগতিক ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেছেন ওলি পোপ আর সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন কেমার রোচ।

৯১ রানে অপরাজিত থাকা পোপ ও ৫৬ রানে অপরাজিত থাকা বাটলার দ্বিতীয় দিন শুরু করেন। দ্বিতীয় দিন অবশ্য তাদের দুজনের কেউই সুবিধা করতে পারেননি। কোন রান যোগ না করেই আউট হয়ে যান পোপ আর আগের দিনের সাথে ১১ রান যোগ করে আউট হয়ে যান বাটলার। এরপর অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

শেষ দিকে স্টুয়ার্ট ব্রডের ৬২ ও বেসের ১৮ রানের উপর ভর করে সবকটি উইকেট হারিয়ে ১১১.৫ ওভারে ৩৬৯ রান তোলে ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের হয়ে ৪ উইকেট নেন কেমার রোচ। আর দুটি করে উইকেট নেন গ্যাব্রিয়েল ও রোস্টন চেজ।

এর আগে প্রথমদিন টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো কৃরতে পারেনি স্বাগতিকরা। ইনিংসের প্রথম ওভারে কেমার রোচের শিকার হয়ে সাজঘরে ফিরেন দ্বিতীয় টেস্টের সেঞ্চুরিয়ান ডমিনিক সিবলি। সিবলির বিদায়ের পর বড় ইনিংস খেলতে পারেননি অধিনায়ক জো রুটও। ব্যক্তিগত ১৭ ও দলীয় ৪৭ রানে আউটে কাটা পড়েন তিনি।

জো রুট ও সিবলির মতো এদিন নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি দ্বিতীয় টেস্টের সেঞ্চুরিয়ান ও ম্যাচ জয়ের নায়ক বেন স্টোকসও। মাত্র ২০ রান করে রোচের বলে বোল্ড হন এই অলরাউন্ডার। ৫৭ রান করে ররি বার্নস আউট হলে এরপর প্রতিরোধ গড়েন ওলি পোপ ও জস বাটলার। দুজনের ১৩৬ রানের জুটিতে প্রথম দিন শেষে ৮৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান তোলে স্বাগতিকরা।

স্কোরকার্ড
ইংল্যান্ড : ৩৬৯/১০ (ওভার ১১১.৫) ওলি পোপ ৯১, বাটলার ৬৭, ব্রড ৬২, রোচ ৪/৭২

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব

অস্ট্রেলিয়ার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব

ফাইনাল ‘বিক্রি’ নিয়ে আবারও মুখ খুললেন সাঙ্গাকারা

ফাইনাল ‘বিক্রি’ নিয়ে আবারও মুখ খুললেন সাঙ্গাকারা

অক্টোবরে হতে পারে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর

অক্টোবরে হতে পারে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পেছানোর নেপথ্যে পিএসএল!

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পেছানোর নেপথ্যে পিএসএল!