২৪ বছরের রেকর্ড ভাঙলেন শান মাসুদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৭ আগস্ট ২০২০
২৪ বছরের রেকর্ড ভাঙলেন শান মাসুদ

ছবি : গেটি ইমেজ

ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২শর বেশি বল খেলেছেন পাকিস্তানের ওপেনার শান মাসুদ। যার মাধ্যমে ২৪ বছর আগে করা পাকিস্তানের কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ারের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ১৯৯৬ সালে পাকিস্তানি ওপেনার হিসেবে ২শর বেশি বল খেলেছিলেন সাঈদ। এরপর আর কোন ওপেনারই ইংল্যান্ডের মাটিতে ২শর বেশি বল মোকাবেলা করতে পারেননি।
sportsmail24
১৯৯৬ সালে ওভালে ২৬৪ বলে ২৬টি চারে ১৭৬ রান করেছিলেন সাঈদ। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মোট ৩১৯ বল খেলেছেন মাসুদ।

৩১৯ বল খেলে ৪৭০ মিনিটে ১৫৬ রান করে আউট হন পাকিস্তানের ওপেনার শান মাসুদ। তার এ ইনিংসে ১৮টি চার ও ২টি ছয়ের মার রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টিভি আম্পায়ারের প্রথম ‘শিকার’ এন্ডারসন

টিভি আম্পায়ারের প্রথম ‘শিকার’ এন্ডারসন

ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্বে জনাথন ট্রট

ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্বে জনাথন ট্রট

পেসারদের নিয়ে অম্লমধুর সমস্যায় রুট

পেসারদের নিয়ে অম্লমধুর সমস্যায় রুট

ইউনিসের কোচিং যোগ্যতা নিয়ে শোয়েবের প্রশ্ন

ইউনিসের কোচিং যোগ্যতা নিয়ে শোয়েবের প্রশ্ন