টিভি আম্পায়ারের প্রথম ‘শিকার’ এন্ডারসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৭ আগস্ট ২০২০
টিভি আম্পায়ারের প্রথম ‘শিকার’ এন্ডারসন

টেস্ট ক্রিকেটে বোলারদের পায়ের নো বলের সিদ্ধান্ত অন ফিল্ড আম্পায়ারদের পরিবর্তে টিভি আম্পয়াররা নিশ্চিত করবেন। ক্রিকেটের নির্বাহী সংস্থা আইসিসি এ নতুন নিয়ম করেছে। ম্যানচেস্টারে বুধবার (৫ আগস্ট) থেকে শুরু হওয়া ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছে এ নতুন নিয়ম।

আইসিসির করা এ নতুন নিয়মে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ইংল্যান্ডের পেসার জেমস এন্ডারসনের পায়ের ‘নো বল’ নিশ্চিত করেছেন টিভি আম্পায়ার। আর টিভি আম্পায়ারের দ্বারা পায়ের ‘নো বল’ ডাকার প্রথম বোলারও হলেন এন্ডারসন।

ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্টে অন ফিল্ড আম্পয়ার হিসেবে দায়িত্বে ছিলেন রিচার্ড কেটেলবার্গ এবং রিচার্ড ইলিংওয়ার্থ। আর টিভি আম্পায়ার ছিলেন মাইকেল গফ।

টস হেরে ম্যাচে প্রথমে ফিল্ডিং করতে নামে ইংল্যান্ড। ইনিংসের ৩১তম ওভারে বল হাতে আক্রমণে আসেন ইংলিশ পেসার জেমস এন্ডারসন। সেটি ছিল তার অষ্টম ওভার।

ওই ওভারে এন্ডারসনের চতুর্থ ডেলিভারিটি অন-ফিল্ড আম্পায়ারের সহায়তায় টিভি আম্পায়ার গফ ‘নো বল’ কল করেন। এর ফলে টিভি আম্পায়ারের দ্বারা পায়ের ‘নো বল’ ডাকা প্রথম বোলার হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখালেন ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী এন্ডারসন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বৃষ্টি বিঘ্নিত দিনে বাবরের ব্যাটে দৃঢ়তা

বৃষ্টি বিঘ্নিত দিনে বাবরের ব্যাটে দৃঢ়তা

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বোলারের পা দেখবেন থার্ড আম্পায়ার

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বোলারের পা দেখবেন থার্ড আম্পায়ার

পেসারদের নিয়ে অম্লমধুর সমস্যায় রুট

পেসারদের নিয়ে অম্লমধুর সমস্যায় রুট

বিশ্ব চ্যাম্পিয়নদের হারালো আয়ারল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়নদের হারালো আয়ারল্যান্ড