বাকি দুই টেস্টে খেলা হচ্ছে না স্টোকসের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৩ এএম, ১০ আগস্ট ২০২০
বাকি দুই টেস্টে খেলা হচ্ছে না স্টোকসের

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে দেখা যাবে না ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকসকে। পারিবারিক কারণে খেলা হচ্ছে না তার। রোববার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০১৯ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের সফরের সময় দক্ষিণ আফ্রিকার হাসপাতালে ভর্তি ছিলেন স্টোকসের বাবা গেড। তবে এখন সুস্থ হয়ে তিনি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অবস্থান করছেন। আর তাকে দেখতেই চলতি সপ্তাহের শেষ দিকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ইংল্যান্ড ত্যাগ করবেন তিনি।

করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুর্দান্ত ফর্মে আছেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের তিন ম্যাচে ব্যাট হাতে ৩৬০ রানের পাশাপাশি বল নিয়েছেন ৯ উইকেট। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারকে টপকে সেরা টেস্ট অলরাউন্ডারের শীর্ষে উঠেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট অবশ্য খুব একটা ভালো করতে পারেননি স্টোকস। ম্যাচের দুই ইনিংস মিলে করেছেন মাত্র ৯ রান। আর বল হাতে ১১ রানে নিয়েছেন ২ উইকেট। তবে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে স্বাগতিকরা।

সিরিজের বাকি দুই টেস্ট অনুষ্ঠিত হবে সাউথ্যাম্পটনের রোজ বোলে। ১৩ আগস্ট ও ২১ আগস্ট হবে বাকি ম্যাচ দুটি। স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে প্রথম টেস্টের মতো বাকি দুই টেস্টও হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই সপ্তাহ আগে মালিককে ইংল্যান্ড পাঠাতে চায় পিসিবি

দুই সপ্তাহ আগে মালিককে ইংল্যান্ড পাঠাতে চায় পিসিবি

হোম সিরিজ দেশের বাইরে খেলতে নারাজ পাকিস্তান

হোম সিরিজ দেশের বাইরে খেলতে নারাজ পাকিস্তান

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট দলে রবিনসন

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট দলে রবিনসন

জিম্বাবুয়ে যাওয়া হচ্ছে না আফগানিস্তানের

জিম্বাবুয়ে যাওয়া হচ্ছে না আফগানিস্তানের