২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৭ এএম, ১৩ আগস্ট ২০২০
২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ

করোনার পরবর্তী সময়ে শ্রীলঙ্কা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চায় বাংলাদেশ। সে পরিকল্পনা মাথায় রেখে আলোচনা করছে দুই দেশের ক্রিকেট বোর্ড। সিরিজ খেলতে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। যা কি-না আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তবে করোনার কারণে তা স্থগিত করতে বাধ্য হয় দুই দেশের ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে করোনাকালে মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে আশা জাগাচ্ছে অন্যান্য ক্রিকেট বোর্ডগুলোকে। আর তাই বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার স্থগিত হওয়া টেস্ট সিরিজ আবারও আয়োজনের পরিকল্পনা করছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

তিন ম্যাচের টেস্ট সিরিজের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যোগ করার পরিকল্পনা করা হচ্ছে। এখনও সবকিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের চিফ ডি সিলভা জানিয়েছেন, ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে আসতে পারে বাংলাদেশ। তিন টেস্টের সাথে তিন টি-টোয়েন্টি যোগ করা নিয়েও আলোচনা করা হচ্ছে।

ঢাকা ভিত্তিক টিভি চ্যানেল মাছরাঙ্গাকে তিনি বলেন, ‘২৪ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ, এটি প্রায় নিশ্চিত হয়ে গেছে। সফরসূচিও মোটামুটি নিশ্চিত, তবে সফরসূচি চূড়ান্ত করতে আমাদের কয়েকদিন সময় লাগবে। আমরা আসলে এখনও আলোচনা করছি। বিসিবি তিন টেস্টের সাথে তিনটি টি-টোয়েন্টি খেলতে চায়। আমরা আসলে একটি টেস্ট কম খেলতে চাই, তারপর টি-টোয়েন্টি খেলার ব্যাপারে আলোচনা করছি। আমরা ২-১ দিনের মধ্যে এটি চূড়ান্ত করতে সক্ষম হব।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

গ্রীষ্মে নিউজিল্যান্ডের চারটি হোম সিরিজ, তালিকায় বাংলাদেশও

গ্রীষ্মে নিউজিল্যান্ডের চারটি হোম সিরিজ, তালিকায় বাংলাদেশও

অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পে ৪৫ ক্রিকেটার, স্কোয়াড ঘোষণা

অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পে ৪৫ ক্রিকেটার, স্কোয়াড ঘোষণা

আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে আপিল করবে পিসিবি

আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে আপিল করবে পিসিবি

১০ শর্তে খেলা শুরুর অনুমতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

১০ শর্তে খেলা শুরুর অনুমতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের