গ্রীষ্মে নিউজিল্যান্ডের চারটি হোম সিরিজ, তালিকায় বাংলাদেশও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৭ এএম, ১২ আগস্ট ২০২০
গ্রীষ্মে নিউজিল্যান্ডের চারটি হোম সিরিজ, তালিকায় বাংলাদেশও

করোনার পরবর্তী সময়ে ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজিসি)। গ্রীষ্ম মৌসুমে ঘরের মাঠে চারটি সিরিজ আয়োজন করতে চায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজিসি)। যেখানে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি বাংলাদেশের সাথেও সিরিজ আয়েঅজন করতে চায় তারা।

মঙ্গলবার (১১ আগস্ট) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজিসি) প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।

নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি আরও অনেক আগে অনুকূলে আসলেও মাঠে ক্রিকেট ফেরাতে পারেনি তারা। তবে এরই মাঝে ঘরের মাঠে ক্রিকেট ফিরিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার পর বর্তমানে পাকিস্তানকে আতিথেয়তা দিচ্ছে ইংলিশরা।

সফরকারী দলের জন্য পর্যাপ্ত কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে না পারার কারণে মাঠে ক্রিকেট ফেরাতে দেরি হচ্ছে কিউইদের। তবে এনজিসির প্রধান নির্বাহী হোয়াইট মনে করেন দ্রুতই মাঠে ফিরবে ক্রিকেট। সে জন্য আমরা দলগুলোর সাথে আলোচনা করেছি। আশা করছি খুব তাড়াতাড়ি তারা খেলতে আসবে।

এনজিসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে ফোনে কথা বলেছি, তারা আমাকে নিশ্চিত করেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশও খেলতে আসবে। তাই আমরা ৩৭ দিনের আন্তর্জাতিক ক্রিকেট সূচির পরিকল্পনা করছি।’

সুরক্ষা বলয় তৈরির ব্যাপারে তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে সরকারী এজেন্সিদের সাথে এই ব্যাপারে (সুরক্ষা বলয়) একত্রে কাজ করছি। তারা আমাদের অনেক বেশি সমর্থন করছে। আমাদের সরকারও দারুণভাবে সহায়তা করেছে।’

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সূচি রয়েছ। তবে করোনার কারণে সিরিজটি অনিশ্চিয়কার মুখে থাকলেও হোয়াইটের দাবি যথা সময়েই অনুষ্ঠিত হবে সিরিজটি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কন্ডিশনিং ক্যাম্পের আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করাবে বিসিবি

কন্ডিশনিং ক্যাম্পের আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করাবে বিসিবি

আইপিএলের টাইটেল স্পন্সর হতে আগ্রহী রামদেবের প্রতিষ্ঠান

আইপিএলের টাইটেল স্পন্সর হতে আগ্রহী রামদেবের প্রতিষ্ঠান

ক্রিকেটে ফিরতে মরিয়া সাব্বির

ক্রিকেটে ফিরতে মরিয়া সাব্বির

বাকি দুই টেস্টে খেলা হচ্ছে না স্টোকসের

বাকি দুই টেস্টে খেলা হচ্ছে না স্টোকসের