উইন্ডিজকে হারাতে সেরাটা খেলতে হবে : নান্নু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২১
উইন্ডিজকে হারাতে সেরাটা খেলতে হবে : নান্নু

ফাইল ফটো

ওয়ানডের তুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার মতে, বাংলাদেশের ২০ উইকেট শিকার করার মতো সামর্থ্য ক্যারিবীয় বোলারদের রয়েছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে উপরের সারির ১২ জন খেলোয়াড় ছিলেন না। টেস্ট দলটিও বেশক’জন অভিজ্ঞ খেলোয়াড়কে মিস করেছে। তারপরও ওয়ানডে দলের চেয়ে টেস্ট দলটি কিছুটা অভিজ্ঞ।

বাংলাদেশ টেস্ট দলের বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করে গঠিত বিসিবি একাদশের বিপক্ষে তিনদিনের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে নিজেদের প্রতিভার ঝলক দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা।

প্রস্তুতিমূলক ম্যাচে সফরকারীদের পারফরমেন্স দেখে প্রধান নির্বাচক বলেছেন, সাফল্য পেতে হলে তার দলকে সেরা ক্রিকেটই খেলতে হবে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু করছে বাংলাদেশ। শনিবার মিনহাজুল বলেন, ‘টেস্ট ক্রিকেট সবসময় আলাদা বলের খেলা। এটি এমন ফরম্যাট যা আগ থেকেই আপনি কিছু বলতে পারবেন না। অভিজ্ঞতার দিক থেকে ওয়ানডে দলের চেয়ে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল অনেক এগিয়ে। বাংলাদেশে আসা তাদের দলে ভারসাম্য রয়েছে এবং তাদের পেসাররাও বেশ অভিজ্ঞ। তাই আমাদের সেরা খেলা খেলতে হবে।’

এদিকে দলকে সর্তক করলেও প্রধান নির্বাচকের বিশ্বাস টেস্ট সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে সক্ষম বাংলাদেশ। বলেন, ‘কোন খেলোয়াড়, কী ধরনের দল এবং কোন ধরনের আক্রমণ ওয়েস্ট ইন্ডিজ নিয়ে এসেছে, তা উদ্বেগের বিষয় নয়। আমাদের বিশ্বাস আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, তবে টেস্ট সিরিজেও ভালো ফলাফল বের করে আনতে পারবো।’

২০১৮ সালে ঘরের মাঠে পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সিরিজে বাংলাদেশের জয়ে মূখ্য ভূমিকা রেখেছে স্পিনাররা। দুই টেস্টে ৪০টি উইকেট নিয়েছিল তারা। মেহেদী হাসান মিরাজ ১৫টি এবং তার সাথে তালে-তাল মিলিয়ে বাকি ২৫ উইকেট ভাগাভাগি করে নিয়েছেল তিন স্পিনার সাকিব আল হাসান-তাইজুল ইসলাম ও নাইম হাসান।

দলের কম্বিনেশন বিষয়ে কিছু খোলাসা না করলেও স্পিন সহায়ক পিচের ইঙ্গিত দিয়েছেন মিনহাজুল। বলেন, ‘আমরা ঘরের মাঠে যেভাবে সর্বদা খেলি, সেভাবেই খেলবো। তবে এখনই বলা কঠিন (দলের কম্বিনেশন কেমন হবে)। ম্যাচের ২৪ ঘণ্টা আগে ম্যাচের একাদশ চূড়ান্ত করবে টিম ম্যানেজমেন্ট। তখনই সিদ্ধান্ত নেওয়া হবে, কতজন স্পিনার বা কতজন পেসার খেলবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

৫৪৮/১২, ভালোই হলো উইন্ডিজে প্রস্তুতি

৫৪৮/১২, ভালোই হলো উইন্ডিজে প্রস্তুতি

ফিরলেন সাকিব

ফিরলেন সাকিব

শুরুটা ভালো করতে চান রাহী

শুরুটা ভালো করতে চান রাহী

আমি একজন লড়াকু মানুষ, হাল ছাড়ি না : মাহমুদউল্লাহ

আমি একজন লড়াকু মানুষ, হাল ছাড়ি না : মাহমুদউল্লাহ