ফিরলেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ এএম, ৩১ জানুয়ারি ২০২১
ফিরলেন সাকিব

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। সর্বশেষ ২০১৯ সালে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। এরপর নিষেধাজ্ঞাকালে ভারত, পাকিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছেন সাকিব।

শনিবার (৩০ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্টে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই দলে রয়েছেন সাকিব আল হাসান।

ওয়ানড সিরিজের পর টেস্ট দলে সাকিবের প্রত্যাবর্তনটা অনুমেয়ই ছিল। ২০ সদস্যের প্রাথমিক দলেও ছিলেন। তবে কুচকির ইনজুরিতে সেটা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে স্ক্যান করার পর সাকিবের ইনজুরি গুরুতর নয় বলে জানা যায় এবং সব অনিশ্চয়তা কেটে গেছে। ফলে শনিবার অনুশীলনেও করেছেন সাকিব।

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হওয়ায় আইসিসি কর্তৃক এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই তিন ম্যাচ সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

এদিকে সাকিব ছাড়াও দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ ইয়াসির আলী চৌধুরি রাব্বী এবং পেসার হাসান মাহমুদ। যদিও দু’জনই গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন। তবে একাদশে সুযোগ পাননি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১৮ জনের টেস্ট দলে ৪ স্পিনারের সঙ্গে ৫ পেসার

১৮ জনের টেস্ট দলে ৪ স্পিনারের সঙ্গে ৫ পেসার

অভিষেক টেস্টেই রেকর্ড বইয়ে নওমান

অভিষেক টেস্টেই রেকর্ড বইয়ে নওমান

আমি একজন লড়াকু মানুষ, হাল ছাড়ি না : মাহমুদউল্লাহ

আমি একজন লড়াকু মানুষ, হাল ছাড়ি না : মাহমুদউল্লাহ

শুরুটা ভালো করতে চান রাহী

শুরুটা ভালো করতে চান রাহী