নবম ব্যাটসম্যান হিসেবে রুটের রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১
নবম ব্যাটসম্যান হিসেবে রুটের রেকর্ড

বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে শুরু হওয়া ভারতের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ক্যারিয়ারের ১শতম টেস্ট ম্যাচ খেলতে নামেন রুট। শততম টেস্টে সেঞ্চুরি করে ১২৮ রানে অপরাজিত ছিলেন তিনি।

শততম টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন রুট। ইনিংসের ৭৮তম ওভারের শেষ বলে শততম টেস্টে সেঞ্চুরি করা ক্রিকেট ইতিহাসে দশম ঘটনার জন্ম দেন রুট। তবে নবম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করলেন তিনি।

রুটের আগে এ তালিকায় নাম তুলেছেন ইংল্যান্ডের কলিন কাউড্রে, পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট, পাকিস্তানের ইনজামাম উল হক, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (২বার) এবং দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ-হাশিম আমলা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির করে ইতিহাস গড়েন অস্ট্রেলিয়ার সাবেক সফল ও দু’টি ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক পন্টিং।

শততম টেস্টে সেঞ্চুরি করার তালিকা
##
কলিন কাউড্রে (ইংল্যান্ড) : রান ১০৪, প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, ভেন্যু- বার্মিংহাম, ১১ জুলাই ১৯৬৮
## জাভেদ মিয়াঁদাদ (পাকিস্তান) : রান ১৪৫, প্রতিপক্ষ- ভারত, ভেন্যু- লাহোর, ১ ডিসেম্বর ১৯৮৯
## গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ) : রান ১৪৯, প্রতিপক্ষ- ইংল্যান্ড, ভেন্যু- সেন্ট জোন্স, ১২ এপ্রিল ১৯৯০
## অ্যালেক স্টুয়ার্ট (ইংল্যান্ড) : রান ১০৫, প্রতিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু- ম্যানচেস্টার, ৩ আগস্ট ২০০০
## ইনজামাম উল হক (পাকিস্তান) : রান ১৮৪, প্রতিপক্ষ- ভারত, ভেন্যু- ব্যাঙ্গালুরু, ২৪ মার্চ ২০০৫

## রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) : রান ১২০, প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, ভেন্যু- সিডনি, ২ জানুয়ারি ২০০৬
## রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) : রান ১৪৩*, প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, ভেন্যু- সিডনি, ২ জানুয়ারি ২০০৬
## গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) : রান ১৩১, প্রতিপক্ষ- ইংল্যান্ড, ভেন্যু- দ্য ওভাল, ১৯ জুলাই ২০১২
## হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) : রান ১৩৪, প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, ভেন্যু- জোহানেসবার্গ, ১২ জানুয়ারি ২০১৭
## জো রুট (ইংল্যান্ড) : রান ১২৮*, প্রতিপক্ষ- ভারত, ভেন্যু- চেন্নাই, ৫ ফেব্রুয়ারি ২০২১।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ডাবল-সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে রুট

ডাবল-সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে রুট

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই রুটের

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই রুটের

স্টেডিয়ামের নাম পাল্টে শহীদুলকে সম্মান জানালো ওভাল

স্টেডিয়ামের নাম পাল্টে শহীদুলকে সম্মান জানালো ওভাল

ভারতে ক্রিকেট মাঠে দর্শক ফেরানোর সিদ্ধান্ত

ভারতে ক্রিকেট মাঠে দর্শক ফেরানোর সিদ্ধান্ত