নিজ মাঠে ফলো-অনের শঙ্কায় ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২১
নিজ মাঠে ফলো-অনের শঙ্কায় ভারত

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে ফলো-অনের শঙ্কায় পড়েছে স্বাগতিক ভারত। ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ২৫৭ রান করেছে টিম ইন্ডিয়া। ফলো-অন এড়াতে বাকি ৪ উইকেটে ভারতকে আরও ১২১ রান করতে হবে।

ক্যারিয়ারের শততম ম্যাচে ডাবল-সেঞ্চুরি তুলে ২১৮ রান করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ফলে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৫৫৫ রানের পাহাড় গড়ে সফরকারীরা। তৃতীয় দিন রোববার (৭ ফেব্রুয়ারি) বাকি ২ উইকেটে ২৩ রান যোগ করতে পারে ইংল্যান্ড। বেস ৩৪, লিচ অপরাজিত ১৪ ও জেমস এন্ডারসন ১ রান করেন। ভারতের বুমরাহ-অশ্বিন ৩টি করে এবং ইশান্ত-নাদিম ২টি করে উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে রোহিত শর্মা ৬, শুভমান গিল ২৯, অধিনায়ক বিরাট কোহলি ১১ ও আজিঙ্কা রাহানে ১ রান করে সাজঘরে ফিরেন। পরে পঞ্চম উইকেটে ১১৯ রানের জুটি গড়ে ভারতকে খেলায় ফেরানোর চেষ্টা করেন চেতেশ্বর পূজারা ও ঋসভ পান্থ। তবে পূজারা ৭৩ ও পান্থ ৯১ রান করে আউট হলে, ফলো-অনের শঙ্কায় পড়ে ভারত।

তৃতীয় দিন শেষে ওয়াশিংটন সুন্দর ৩৩ ও অশ্বিন ৮ রানে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ডের বেস ৪টি ও জোফরা আর্চার ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ৫৭৮/১০, ১৯০.১ ওভার (রুট ২১৮, সিবলি ৮৭, স্টোকস ৮২, বুমরাহ ৩/৮৪)
ভারত : ২৫৭/৬, ৭৪ ওভার (পান্থ ৯১, পূজারা ৭৩, বেস ৪/৫৫)।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অবিশ্বাস্য, আশা করিনি এমন কিছু হবে : মমিনুল

অবিশ্বাস্য, আশা করিনি এমন কিছু হবে : মমিনুল

‘ক্যারিবীয়রা খর্বশক্তির নয়, প্রমাণ করেছে’

‘ক্যারিবীয়রা খর্বশক্তির নয়, প্রমাণ করেছে’

ভারতে ফিরলো আন্তর্জাতিক ক্রিকেট

ভারতে ফিরলো আন্তর্জাতিক ক্রিকেট

মমিনুলের দশম টেস্ট সেঞ্চুরি, দু’য়ে নামলো তামিম

মমিনুলের দশম টেস্ট সেঞ্চুরি, দু’য়ে নামলো তামিম