ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মুশফিকের হাফ-সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২২ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১
ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মুশফিকের হাফ-সেঞ্চুরি

ছবি : বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের ৪০৯ রানের সংগ্রহ। অনেক দূরের এ পথে বাংলাদেশ দলীয় ৬৯ রানেই হারিয়ে বসে তিন উইকেট। অধিনায়ক মমিনুল হক চলে গেলে তামিম ইকবালের সঙ্গী হন মুশফিকুর রহিম। দলীয় ৭১ রানে তামিমও ফিরে যান সাজঘরে। পর পর উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলকে মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে বাঁচিয়ে রাখেন মুশফিক। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে থাকা দলের হাল ধরে তুলে নিয়েছেন হাফ-সেঞ্চুরি।

চট্টগ্রাম টেস্ট ম্যাচে প্রথম চার দিন নিজেদের দখলে রাখলেও শেষ দিনে হেরে যায় বাংলাদেশ। তবে ঢাকা টেস্টে প্রথম দিন থেকেই ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সেটি আরও স্পষ্ট হয়।

ক্যারিবীয়দের প্রথম ইনিংসে ৪০৯ রানের সংগ্রহের বিপরীতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। সাকিব আল হাসানের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া সৌম্য সরকার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন। এরপর একে একে সাজঘরের পথ ধরেন আরও তিন ব্যাটসম্যান।

দলীয় ৭১ রানে চতুর্থ উইকেট পতনের পর দিনের বাকি সময়টুকু ভালোভাবে শেষ করেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় দিন শেষে মুশফিক ২৭ ও মিঠুন ৬ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন শনিবার (১৩ ফেব্রুয়ারি) খেলতে নেমে ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ২৭ রানের দিন শুরু করা মুশফিক তার অর্ধশত রান পূর্ণ করতে (২৩ রান) মাত্র ২৯ বল খেলেন। টেস্টে মুশফিকের এটি ২২তম অর্ধশত।

টেস্ট ক্যারিয়ারের ৭১ ম্যাচ মুশফিক এখন পর্যন্ত ৭টি সেঞ্চুরি হাকিয়েছেন। এছাড়া তার ব্যাট থেকে এসেছে  তিনটি ডাবল সেঞ্চুরি। যার মধ্যে অপরাজিত ২১৯ রানের ইনিংসটি মুশফিকের সর্বোচ্চ টেস্ট ইনিংস।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টিকতে পারলেন না তামিম, সিংহাসন পুনরুদ্ধার মুশফিকের

টিকতে পারলেন না তামিম, সিংহাসন পুনরুদ্ধার মুশফিকের

মাশরাফিকে পেছনে ফেলার ম্যাচে সেরা মুশফিক

মাশরাফিকে পেছনে ফেলার ম্যাচে সেরা মুশফিক

ইমরানের নেতৃত্বে টেন্ডুলকার-সোবার্সদের সাথে মুশফিক

ইমরানের নেতৃত্বে টেন্ডুলকার-সোবার্সদের সাথে মুশফিক

তিনটি ডাবল-সেঞ্চুরি করেও আইসিসির টেস্ট একাদশে নেই মুশফিক

তিনটি ডাবল-সেঞ্চুরি করেও আইসিসির টেস্ট একাদশে নেই মুশফিক