টিকতে পারলেন না তামিম, সিংহাসন পুনরুদ্ধার মুশফিকের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৫ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১
টিকতে পারলেন না তামিম, সিংহাসন পুনরুদ্ধার মুশফিকের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে নেমেই মুশফিকুর রহিমকে টপকে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্ট ক্রিকেটেও সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন তামিম ইকবাল। তবে সেই রেকর্ডে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। নিজের হারানো সিংহাসন পুনরুদ্ধার করেছেন মুশফিক।

মুশফিকুর রহিমের চেয়ে মাত্র ৮ রান পিছিয়ে থেকে ক্যারিবিয়নদের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নামেন তামিম। দুই বাউন্ডারি ও এক সিঙ্গেলে মুশফিককে টপকে যান তামিম। তবে নিজের স্থান আরও পোক্ত করতে পারেননি তিনি। ৯ রান করেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তামিম। ফলে মুশফিকের চেয়ে মাত্র এ রান এগিয়ে ছিলেন তিনি।

ব্যাট হাতে মাঠে নেমে ১ রানে এগিয়ে থাকা তামিমকে সরিয়ে দিতে বেশি সময়ক্ষেপণ করেননি মুশফিক। সিংহাসন হারানোর দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই ব্যাট হাতে মাঠে নামেন তিনি। অধিনায়ক মমিনুল হকের বিদায়ে উইকেটে গিয়ে ৬ বল মোকাবেলা করেই নিজের সিংহাসন পুনরুদ্ধার করেন মুশফিক।

ব্যাট হাতে উইকেটে আসার পর দ্বিতীয় বলে রানের খাতা খুলেন মুশফিক। এর ফলে তামিমের সমান্তরালে পৌঁছায়। আর নিজের ষষ্ঠ বলে আবারও সিঙ্গেল নিয়ে তামিমকে ছাড়িয়ে নিজের হারানো সিংহাসনে বসেন তিনি।

তবে নিজের সিংহাসন পুনরুদ্ধার করলেও খুব বেশি দূর যেতে পারেননি মুশফিক। আগের করা ৪৪১৩ সাথে প্রথম ইনিংসে মাত্র ৩৮ রান যোগ করতে পেরেছেন তিনি। ফলে টেস্ট ক্রিকেটে মুশফিকের এখন সংখ্যা মোট ৪ হাজার ৪৫১। দ্বিতীয় স্থানে থাকা তামিমের চেয়ে মাত্র ৩৭ রান এগিয়ে।

বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান করা ব্যাটসম্যান তারা দু’জনই। তিন নম্বরে থাকা সাকিব আল হাসানের রান সংখ্যা ৩ হাজার ৮৬২ (চলমান টেস্টের আগে)।

এছাড়া ওয়ানডে ক্রিকেটে শীর্ষে থাকা তামিমের রান সংখ্যা ৭ হাজার ৩৬০। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের রান ৬ হাজার ৪৩৬। টি-টোয়েন্টিতে ১ হাজার ৭০১ রান নিয়ে সবার উপরে রয়েছে তামিম। আর ১ হাজার ৫৬৭ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান।

টেস্টে সর্বোচ্চ রান করা পাঁচ বাংলাদেশি
১/ মুশফিকুর রহীম - ৪৪১৬* রান, সেঞ্চুরি ৭, সর্বোচ্চ ২১৯*
২/ তামিম ইকবাল - ৪৪১৪ রান, সেঞ্চুরি ৯, সর্বোচ্চ ২০৬
৩/ সাকিব আল হাসান - ৩৮৬২ রান, সেঞ্চুরি ৫, সর্বোচ্চ ২১৭
৪/ হাবিবুল বাশার - ৩০২৬ রান, সেঞ্চুরি ৩, সর্বোচ্চ ১১৩
৫/ মমিনুল হক - ২৮৬০ রান, সেঞ্চুরি ৯০, সর্বোচ্চ ১৮১।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টেও অভিষেক হলো শরফুদ্দৌলার

টেস্টেও অভিষেক হলো শরফুদ্দৌলার

চট্টগ্রামেও বর্ণ বৈষ্যমের বিরুদ্ধে প্রতিবাদ

চট্টগ্রামেও বর্ণ বৈষ্যমের বিরুদ্ধে প্রতিবাদ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে পয়েন্ট অর্জনের সুযোগ বাংলাদেশের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে পয়েন্ট অর্জনের সুযোগ বাংলাদেশের

অতীত ভুলে নতুনে মনোযোগী মমিনুল

অতীত ভুলে নতুনে মনোযোগী মমিনুল