মাশরাফিকে পেছনে ফেলার ম্যাচে সেরা মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৬ জানুয়ারি ২০২১
মাশরাফিকে পেছনে ফেলার ম্যাচে সেরা মুশফিক

ছবি : বিসিবি

দেশের জার্সি গায়ে সিরিজের দ্বিতীয় ম্যাচেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে স্পর্শ করেছেন আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে এবার সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমে মাশরাফিকে ছাড়িয়ে গেছেন তিনি। শুধু তাই নয়, দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার ম্যাচে ‌সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে মুশফিকের হাতে।

সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিজের ক্যারিয়ারে ২২১তম ম্যাচ খেলেন মুশফিক। এ ম্যাচ দিয়েই মাশরাফিকে টপকে যান তিনি।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এতদিন ২২০ ওয়ানডে ম্যাচ খেলা মাশরাফি ছিলেন দেশের জার্সি গায়ে সর্বোচ্চ ওয়ানড ম্যাচ খেলার মালিক। সেই রেকর্ড এবার নিজের করে নিলেন মুশফিক। এছাড়া মুশফিকের নামের পাশে আরও ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড যোগ হরেও মাশরাফির ক্ষেত্রে এ সম্ভাবনা খুবই কম।

অবশ্য দেশের হয়ে মাশরাফির ওয়ানডে ম্যাচের সংখ্যা ২১৮। বাকি দু’টি এশিয়া একাদশের হয়ে খেলেছেন তিনি, সেটি ২০০৭ সালে। এছাড়া বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ২১০টি ম্যাচ খেলেছেন বর্তমান অধিনায়ক তামিম ইকবাল। আর চতুর্থ স্থানে থাকা সাকিব আল হাসানের নামের পাশে রয়েছে ২০৯ ম্যাচ।

এদিকে মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার ম্যাচে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ) সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মুশফিকুর রহিম। সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার এ ম্যাচে ব্যাট হাতে ৫৫ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন মুশফিক। তার ইনিংসে ৪টি চার ও দুটি ছক্কার মার ছিল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিবিয়ানদের দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

ক্যারিবিয়ানদের দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

তিন তারকার একই স্কোর, তৃতীয়বার চার পঞ্চাশোর্ধ্বে বাংলাদেশ

তিন তারকার একই স্কোর, তৃতীয়বার চার পঞ্চাশোর্ধ্বে বাংলাদেশ

নতুন বছরে টাইগারদের চাওয়া ‘এক বিন্দুতে’

নতুন বছরে টাইগারদের চাওয়া ‘এক বিন্দুতে’

তিনটি ডাবল-সেঞ্চুরি করেও আইসিসির টেস্ট একাদশে নেই মুশফিক

তিনটি ডাবল-সেঞ্চুরি করেও আইসিসির টেস্ট একাদশে নেই মুশফিক