টি-টোয়েন্টি ফরম্যাটে মে’র প্রথম সপ্তাহ থেকে ডিপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৮ এএম, ১৫ মার্চ ২০২১
টি-টোয়েন্টি ফরম্যাটে মে’র প্রথম সপ্তাহ থেকে ডিপিএল

ছবি : বিসিবি

চলতি বছরের ৬ মে থেকে শুরু হচ্ছে গত বছরের স্থগিত হওয়া বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আসর। তবে লিস্ট ‘এ’ ফরম্যাটের টুর্নামেন্টটি এখন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

রোববার (১৪ মার্চ) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) সভা শেষে কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‌‘আজকে সিসিডিএম’র সভা ছিল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের ১২টি ক্লাব সকলের সঙ্গে আমরা সভা করেছি। যেহেতু সামনে অনেক আন্তর্জাতিক ম্যাচ, আমরা উইন্ডো পাচ্ছি না। গতবছর আমরা ঢাকা প্রিমিয়ার লিগ চালিয়ে যেতে পারিনি। তবে আমরা ঢাকা প্রিমিয়ার লিগটাকে আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছি।’

কাজী ইনাম বলেন, ‘সেটার উইন্ডো যেটা পাচ্ছি মে মাসের ৬ তারিখে। সে সময়ে আমরা লিগটা শুরু করতে পারবো। খুবই কঠিন পরিস্থিতি। কারণ, আমাদের হাতে খুব অল্প সময় আছে। আমরা দুইটা উইন্ডোতে ৬ দিন এবং আপাতত ১৫ দিন পেয়েছি। হয়তো আরও তিনদিন যোগ করা যাবে। সেটা দিয়ে আমাদের টুর্নামেন্ট ‍শুরু করতে হবে।’

২০২০ সালের মার্চে প্রাণঘাতি করোনভাইরাস বাংলাদেশে শনাক্ত হওয়ার পর সবধরনের খেলাধুলা বন্ধ ঘোষণা করে সরকার। তারই ধারাবাহিকতায় ঢাকায় সে সময় চলমান বঙ্গবন্ধু ডিপিএলের খেলাও স্থগিত ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কাজী ইনাম আহমেদ জানান, টুর্নামেন্ট যেভাবে চলছিল সেভাবেই চলবে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। প্রত্যেকটা দলের প্রতিদিন ম্যাচ থাকবে এবং প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘সকল ক্লাবের প্রতিনিধির সঙ্গে কথা বলেছি এবং একমত হতে পেরেছি যে, লিগটা টি-টোয়েন্টি ফরম্যাটে করতে হবে। গত বছর যে একটা ম্যাচ হয়েছিল এটা গতবছর লিগেরই ধারাকাহিকতা। এবং সেই ম্যাচটি আমরা পরিত্যাক্ত করে দিচ্ছি। ওটা বাতিল করে আবার এটা চালু করছি এবং নতুন করে চালু করছি।’

কাজী ইনাম আরও বলেন, ‘গত বছর যেহেতু ক্লাবের সাথে খেলোয়াড়দের সাইন করা ছিল। ফলে এবার খেলোয়াড়রা আগের দলের হয়েই খেলবে। কারণ, ক্লাবের দিকটাও আমাদের দেখতে হবে। যেহেতু বেশিরভাগ ক্লাব ইতিমধ্যেই ৩০-৪০ শতাংশ পেমেন্ট দিয়ে দিয়েছে। এটা সম্পূর্ণ একটা লিগ হবে। এ লিগটার মধ্যে সুপার লিগ থাকবে, রেলিগেশনও থাকবে।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আবাহনীকে হ্যাটট্রিক শিরোপা দিতে চান মুশফিক

আবাহনীকে হ্যাটট্রিক শিরোপা দিতে চান মুশফিক

যে কারণে চলতি বছর হচ্ছে না বিপিএল

যে কারণে চলতি বছর হচ্ছে না বিপিএল

একজন কমপ্লিট শামীমকে পাচ্ছে বাংলাদেশ?

একজন কমপ্লিট শামীমকে পাচ্ছে বাংলাদেশ?

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন জয়

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন জয়