সিলভা-কর্নওয়ালের ব্যাটে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৭ এএম, ২৪ মার্চ ২০২১
সিলভা-কর্নওয়ালের ব্যাটে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

বোলারদের নৈপুণ্যে অ্যান্টিগা টেস্টের প্রথম দিনই শ্রীলঙ্কাকে ১৬৯ রানে অলআউট করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে জবাবে ক্যারিবীয়দের স্বীকৃত ব্যাটসম্যানরাও নিজেদের মেলে ধরতে পারেনি। শ্রীলঙ্কার পেসার সুরাঙ্গা লাকমলের বোলিং তোপে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন স্বাগতিক ব্যাটসম্যানরা। এর মধ্যে ব্যতিক্রম ছিলেন ৯ নম্বরে নামা স্পিনার রাকিম কর্নওয়াল।

স্পিনার রাকিম কর্নওয়ালের হাফ-সেঞ্চুরি ও উইকেটরক্ষক জসুয়া ডা সিলভার ৪৬ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ৮ উইকেটে ২৬৮ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেট হাতে নিয়ে ৯৯ রানে এগিয়ে ক্যারিবীয়রা।

সোমবার (২২ মার্চ) প্রথম দিন শেষে বিনা উইকেটে ১৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৩ ও জন ক্যাম্পবেল ৭ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন মঙ্গলবার (২৩ মার্চ) সেই ৩ রানেই থামেন ব্রাথওয়েট। তবে হাফ-সেঞ্চুরির কাছে গিয়ে আউট হন ক্যাম্পবেল। করেন ৪২ রান।

দ্বিতীয় দিন ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন দুই মিডল-অর্ডার ব্যাটসম্যান এনক্রুমার বোনার ও কাইল মায়ার্স। বোনার ৩১ ও মায়ার্স ৪৫ রান করেন। এরপর দ্রুত বিদায় নেন জার্মেই ব্ল্যাকউড ২ রান করে ও আলজারি জোসেফ ফেরেন শূন্য হাতে।

বল হাতে ৫ উইকেট নেওয়া সাবেক অধিনায়ক জেসন হোল্ডার করেন ১৯ রান। জোসেফের আউটে ৭ উইকেটে ১৭১ রানে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। লিড ছিল মাত্র ২ রানের। মাদত্র ২ রানের এ লিডকে দিন শেষে বড় করেছেন সিলভা ও কর্নওয়াল।

অষ্টম উইকেটে ১৪৩ বলে ৯০ রান করেন তারা। সিলভা ৪৬ রানে আউট হলেও টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে ৬০ রানে অপরাজিত আছেন কর্নওয়াল। তার ৭৯ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা ছিল। অন্যপ্রান্তে ৪ রানে অপরাজিত আছেন কেমার রোচ।

অন্যদিকে, জোসেফকে আউট করে টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট শিকার করছেন লাকমল। ইনিংসে ৪৫ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নেতৃত্ব হারালেও ফিরলেন হোল্ডার, রয়েছেন মায়ার্স-এনক্রুমার

নেতৃত্ব হারালেও ফিরলেন হোল্ডার, রয়েছেন মায়ার্স-এনক্রুমার

লুইসের সেঞ্চুরিতে উইন্ডিজের সিরিজ নিশ্চিত

লুইসের সেঞ্চুরিতে উইন্ডিজের সিরিজ নিশ্চিত

বাংলাদেশে না আসায় কপাল পুড়লো হোল্ডারের, পুরস্কৃত ব্র্যাথওয়েট

বাংলাদেশে না আসায় কপাল পুড়লো হোল্ডারের, পুরস্কৃত ব্র্যাথওয়েট

রাকিম কর্নওয়াল, বিস্ময় ছাড়িয়ে বাস্তবতা

রাকিম কর্নওয়াল, বিস্ময় ছাড়িয়ে বাস্তবতা