বাংলাদেশে না আসায় কপাল পুড়লো হোল্ডারের, পুরস্কৃত ব্র্যাথওয়েট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৮ এএম, ১৩ মার্চ ২০২১
বাংলাদেশে না আসায় কপাল পুড়লো হোল্ডারের, পুরস্কৃত ব্র্যাথওয়েট

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে গত মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। দুই ম্যাচের টেস্ট সিরিজের তার নেতৃত্বেই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার তাকে পুরস্কৃত করলো উইন্ডিজ ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের পরিবর্তে ক্যারিবিয়ানদের টেস্ট দলের পূর্ণ অধিনায়কত্ব পেলেন ব্র্যাথওয়েট।

প্রাণঘাতি করোনা আতঙ্কে ও ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহারের হিড়িক পড়েছিল উইন্ডিজ শিবিরে। বাংলাদেশে আসেনি ওয়েস্ট ইন্ডিজের ১২ জন ক্রিকেটার। তার মধ্যে ছিলেন হোল্ডারও। তার অনুপস্থিতিতে দলকে শতভাগ সাফল্য এনে দেন ভারপ্রাপ্ত অধিনায়ক ব্র্যাথওয়েট।

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ব্র্যাথওয়েটকে এবার পাকাপোক্তভাবে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়কত্ব করা হলো। ২১ মার্চ থেকে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নিয়মিত অধিনায়কত্বের যাত্রা শুরু করবেন ব্রাথওয়েট।

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে এর আগে সাত ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচ ছাড়া ইংল্যান্ড-ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ১টি করে টেস্ট ম্যাচে ক্যারিবীয়দের নেতৃত্ব দিয়েছেন তিনি।

স্থায়ী অধিনায়কত্ব পেয়ে আননন্দিত ব্র্যাথওয়েট। বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। আমি সত্যিই অনেক বেশি গর্বিত এবং কৃতজ্ঞ যে, ক্রিকেট বোর্ড আমাকে এ কাজের জন্য উপযুক্ত মনে করেছে।’

২০১৫ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজকে ৩৭ টেস্টে নেতৃত্ব দিয়েছেন হোল্ডার। দীনেশ রামদিনের কাছ থেকে নেতৃত্ব নিয়ে দলকে ১১টি জয়, ৫টি ড্র এবং ২১টি হারের স্বাদ দেন।

ব্র্যাথওয়েটকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে ওয়েস্ট উইন্ডিজ ক্রিকেট দলের প্রধান নির্বাচক রজার হার্পার বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় করে সম্ভাবনময়ী নেতৃত্বগুণের প্রমাণ দিয়েছে ব্র্যাথওয়েট। আমরা বিশ্বাস করি, টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সে সঠিক ব্যক্তি।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সমালোচনা সঠিক ছিল না : ব্র্যাথওয়েট

সমালোচনা সঠিক ছিল না : ব্র্যাথওয়েট

আত্মহুতির মিছিল, টেস্টে হোয়াইটওয়াশ বাংলাদেশ

আত্মহুতির মিছিল, টেস্টে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ছয় ছক্কা ক্লাবে পোলার্ড, গিবস ও যুবরাজের শুভেচ্ছা

ছয় ছক্কা ক্লাবে পোলার্ড, গিবস ও যুবরাজের শুভেচ্ছা

তিন তারকার একই স্কোর, তৃতীয়বার চার পঞ্চাশোর্ধ্বে বাংলাদেশ

তিন তারকার একই স্কোর, তৃতীয়বার চার পঞ্চাশোর্ধ্বে বাংলাদেশ