পাকিস্তানের চমক, ৩৬ বছর বয়সে তাবিশ খানের অভিষেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৫ এএম, ০৮ মে ২০২১
পাকিস্তানের চমক, ৩৬ বছর বয়সে তাবিশ খানের অভিষেক

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই চমক দেখালো পাকিস্তান। সিরিজের দ্বিতীয় এবং টেস্টে ৩৬ বছর বয়সী পেসার তাবিশ খানের মাথো টেস্ট ক্যাপ পড়িয়ে দিয়েছে পাকিস্তান। অর্থাৎ, প্রায় সাড়ে ৩৬ বছর বয়সে (৩৬ বছর ১৪৬ দিন) টেস্ট ক্রিকেটে অভিষেক হলো তাবিশ খানের।

৩৬ বছর বয়সে সাধারণত বেশিরভাগ ক্রিটার অবসর গ্রহণ করেন। সেখানে পেসারদের টিকে থাকাটা আরও কঠিন। তবে বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই বয়সেও টেস্ট ক্যাপ মাথায় পড়লেন তাবিশ খান।

শুক্রবার (৭ মে) সিরিজের দ্বিতীয় টেস্ট একাদশে তাবিশ খানকে রেখেছে পাকিস্তান। ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত এ পারফরমার এবার বল করবেন আন্তর্জাতিক অঙ্গনে।

তাবিশ খানের প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৯৮ উইকেট রয়েছে। এছাড়া দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৪৩ ম্যাচে ৪২ উইকেট শিকার করেছেন। এবার আন্তর্জাতিক ক্রিকেট দিয়েই হয়তো ৬০০ উইকেটের মাইলফলক ছুঁবেন।

এদিকে, ৩৬ বছর বয়সে একাদশে সুযোগ পেলেও পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হওয়ার রেকর্ড গড়তে পারেননি তাবিশ। দেশটির হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক হওয়ার রেকর্ড রয়েছে মিরন বক্সের দখলে। ১৯৫৪-৫৫ মৌসুমে লাহোরে ভারতের বিপক্ষে ৪৭ বছর ২৮৪ দিন বয়সে অভিষেক হয়েছিল মিরন বক্সের। এ ম্যাচে জিম্বাবুয়ের হয়ে প্রথমবারের মত মাঠে নেমেছেন অলরাউন্ডার লুক জোঙ্গে। 

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান।

পাকিস্তান একাদশ
ইমরান বাট, আবিদ আলী, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলী, নওমান আলি, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি, তাবিশ খান।

জিম্বাবুয়ে একাদশ
ব্রেন্ডন টেলর (অধিনায়ক), কেভিন কাসুজা, তারিসাই মুসাকান্দা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), মিলটন শাম্বা, রয় কায়া, তেন্দাই চিসুরু, লুক জোঙ্গে, ডোনাল্ড তিরিপানো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসএল নিয়ে নতুন বিপাকে পিসিবি, সরতে পারে আমিরাতে

পিএসএল নিয়ে নতুন বিপাকে পিসিবি, সরতে পারে আমিরাতে

আইসিসির মাস সেরা খেলোয়াড়ের তালিকায় নেপালের কুশল ভুর্তেল

আইসিসির মাস সেরা খেলোয়াড়ের তালিকায় নেপালের কুশল ভুর্তেল

পাকিস্তানের যুগান্তকারী সিদ্ধান্ত, অভিভাবকত্বের ছুটি পাবেন ক্রিকেটাররা

পাকিস্তানের যুগান্তকারী সিদ্ধান্ত, অভিভাবকত্বের ছুটি পাবেন ক্রিকেটাররা

পাকিস্তান দল নিয়ে চিন্তিত ইনজামাম

পাকিস্তান দল নিয়ে চিন্তিত ইনজামাম