অ্যাশেজের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৯ এএম, ০৪ জুলাই ২০২১
অ্যাশেজের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না স্মিথ

বর্তমানে সময়ে ক্রিকেটারেরই প্রিয় ফরম্যাট টি-টোয়েন্টি। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে খেলার জন্য টেস্ট থেকে অবসর নেওয়ারও উদাহরণ রয়েছে। তবে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ ব্যতিক্রম। টেস্ট যে তার পছন্দের ফরম্যাট সেটি আবারও প্রমাণ করলেন। অ্যাশেজ খেলার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

৩২ বছর বয়সী স্মিথ কনুইয়ের ইনজুরিতে মাঠের বাইরে রয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইনজুরিতে থেকে সেরে উঠার সম্ভাবনা থাকলেও তিনি নিতে চান না কোন ঝুঁকি। স্মিথ সাফ জানিয়ে দিলেন, টেস্ট ক্রিকেট তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতছাড়া হলেও তিনি অ্যাশেজ সিরিজ হাতছাড়া করতে চান না।

স্টিভেন স্মিথ বলেন, 'এখন থেকে বিশ্বকাপ আসতে আরও অনেক সময় আছে। আমি রিকভারি করছি। যদিও তা ধীরে, তবে আমি সঠিক পথেই আছি। বিশ্বকাপ দলের অংশ হতে পারলে আমিও খুশি হতাম। আমার দিক থেকে টেস্ট ক্রিকেটই আমার মূল লক্ষ্য।'

তিনি আরও বলেন, 'অ্যাশেজের পূর্বে আমি শতভাগ ফিট হতে চাই। গত কয়েক সপ্তাহে আমি কিছুটা ভালোবোধ করছি। আমি পুনরায় ব্যাটিং শুরু করেছি। আমি ১০ মিনিট করে ব্যাট করছি। যদি ব্যাথা অনুভব না করি তাহলে ১২ মিনিট, ১৫ মিনিট এভবে ধাপে ধাপে বেশি সময় দিবো।'

সর্বশেষ অ্যাশেজ সিরিজে ৪ টেস্টে ১১০.৫৭ গড়ে ৭৭৪ রান করা স্মিথ মনে করেন সময়ের সাথে সাথে তিনি পুরোপুরি সেরে উঠতে পারবেন। শেষ অ্যাশেজ সিরিজের মতো দলের জন্য ভূমিকা রাখতে পারলেই তিনি খুশি হবে বলে জানান।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠেই লুটিয়ে পড়লেন উইন্ডিজের দুই নারী ক্রিকেটার (ভিডিও)

মাঠেই লুটিয়ে পড়লেন উইন্ডিজের দুই নারী ক্রিকেটার (ভিডিও)

সাকিবসহ এলপিএল ড্রাফটে সাত বাংলাদেশি

সাকিবসহ এলপিএল ড্রাফটে সাত বাংলাদেশি

ক্যারিয়ারের প্রথম জিম্বাবুয়ে সফর, এক্সাইটেড তাসকিন

ক্যারিয়ারের প্রথম জিম্বাবুয়ে সফর, এক্সাইটেড তাসকিন

ক্রিকইনফোর দৃষ্টিতে ‘বাজে আচরণের রাজা’ সাকিব

ক্রিকইনফোর দৃষ্টিতে ‘বাজে আচরণের রাজা’ সাকিব