মাঠেই লুটিয়ে পড়লেন উইন্ডিজের দুই নারী ক্রিকেটার (ভিডিও)

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৮ এএম, ০৪ জুলাই ২০২১
মাঠেই লুটিয়ে পড়লেন উইন্ডিজের দুই নারী ক্রিকেটার (ভিডিও)

কিছুদিন আগে ফুটবল মাঠেই আকস্মিকভাবে লুটিয়ে পড়েন ডেনমার্কের ফুটবলার এরিকসেন। সেই ঘটনার রেশ না কাটতেই এবার খেলা চলাকালীন সময়ে ক্রিকেট মাঠে লুটিয়ে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের দুই নারী ক্রিকেটার। ঘটনাটি ঘটে ২ জুলাই (শুক্রবার) পাকিস্তানের নারী দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে।

অ্যান্টিগায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি প্রথমে ব্যাট করে স্বাগতিক নারীরা। পাকিস্তানী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে তারা। পাকিস্তানের ব্যাটিংয়ের সময় মূল ঘটনাটি ঘটে।

ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিংয়ের সময়ে হঠাৎ ই ক্যারিবিয় নারী ক্রিকেটার চিনেল হেনরি মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে তার খিঁচুনি দেখা দেয় এবং কিছুক্ষণের মাঝে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন । পুরো ঘটনাটি এত অল্প সময়ের মাঝে হয় যা সবাইকে বিস্মিত করে দেয়। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা মাঠে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেস্টা করলেও তাতে কোন লাভ হয়নি।

অবস্থার উন্নতি না দেখে স্ট্রেচারে করে চিনেল হেনরিকে দ্রুত মাঠের বাইরে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এর কিছুক্ষণ পর চিনেল হেনরির খুব কাছের বন্ধু চিডিয়ান নেশনও ড্রেসিংরুমের ঠিক বাইরে হঠাৎ করেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাটিতে লুটিয়ে পড়া দুই ক্রিকেটার ভালো বোধ করছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। ম্যাচ হারলেও পাকিস্তান নারী দলের অধিনায়ক জাভেরিয়া খান ক্যরিবিয় দুই ক্রিকেটারের দ্রুত সুস্থতা কামনা করেন। এ রকম পরিস্থিতিতে বাকি ক্রিকেটাররা ম্যাচে অংশ নেয়ায় তিনি ওয়েস্ট ইন্ডিজ নারী দলকে ধন্যবাদ জানান।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকইনফোর দৃষ্টিতে ‘বাজে আচরণের রাজা’ সাকিব

ক্রিকইনফোর দৃষ্টিতে ‘বাজে আচরণের রাজা’ সাকিব

সাকিবসহ এলপিএল ড্রাফটে সাত বাংলাদেশি

সাকিবসহ এলপিএল ড্রাফটে সাত বাংলাদেশি

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে সিনিয়রদের বাদ দিয়ে তরুণদের হিড়িক

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে সিনিয়রদের বাদ দিয়ে তরুণদের হিড়িক

ভারতের দল নিয়ে চটেছেন রানাতুঙ্গা

ভারতের দল নিয়ে চটেছেন রানাতুঙ্গা