ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে হোঁচট খেল ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১১ এএম, ০৪ আগস্ট ২০২১
ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে হোঁচট খেল ভারত

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়ানোর আগেই ভারতীয় ক্রিকেট দলের এক ক্রিকেটার ছিটকে গেলেন। ডানহাতি ওপেনার মায়াঙ্ক আগারওয়াল মাঠে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়ে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন। 

এক বিবৃতিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) মায়াঙ্ক আগারওয়ালের মাথায় বলের আঘাত পেয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট না খেলার বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ শুরুর প্রায় মাসখানেক আগেই ওপেনার শুভমান গিলের ইনজুরির কারণে দলে সুযোগ পায় মায়াঙ্ক আগারওয়াল।

নেট সেশনে ব্যাটিং অনুশীলন করার সময়ে মোহাম্মদ সিরাজের বাউন্সার আগারওয়ালের হেলমেটে এসে লাগে। সাথে সাথেই নেট থেকে বেরিয়ে কিছুক্ষণ পর মাথায় হাত চেপে ফিজিওর সাথে হেঁটে চলে যান মায়াঙ্ক। এখন আগারওয়াল চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন জানিয়েছে বিসিসিআই।

রোহিত শর্মার সাথে আগারওয়ালের ওপেনিংয়ে নামার কথা থাকলেও ইনজুরি কারণে জায়গা পেতে পারেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রাহুল।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

তিন বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া নেপালি অধিনায়কের অবসর ঘোষণা

তিন বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া নেপালি অধিনায়কের অবসর ঘোষণা

কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালো ইংলিশ ক্রিকেটার

কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালো ইংলিশ ক্রিকেটার

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ : গ্যালারিতে পড়লেই বল ‌‘বাতিল’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ : গ্যালারিতে পড়লেই বল ‌‘বাতিল’

প্রস্তুত বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে হারানোর ভালো সুযোগ

প্রস্তুত বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে হারানোর ভালো সুযোগ