চট্টগ্রাম টেস্টে টাইগার স্কোয়াডে পরিবর্তন, যুক্ত হলেন দুই পেসার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৪ এএম, ২৬ নভেম্বর ২০২১
চট্টগ্রাম টেস্টে টাইগার স্কোয়াডে পরিবর্তন, যুক্ত হলেন দুই পেসার

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট মাঠে গড়ানোর আগের দিন ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডের সাথে আরও দুইজনকে যুক্ত করা হয়েছে। তারা হলেন- খালেদ আহমেদ ও শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টেস্ট ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে স্কোয়াডে নতুন দুইজনকে যুক্ত করার ব্যাখ্যায় জানানো হয়, দলে পেসার বোলারদের নিয়ে কিছুটা উদ্বেগের বিষয় রয়েছে।

টি-টোয়েন্টি সিরিজ শেষে সোমবার (২২ নভেম্বর) শঙ্কায় থাকা সাকিব আল হাসানকে রেখেই চট্টগ্রাম টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড দেয় বিসিবি। যদিও পর দিন মঙ্গলবার সাকিব চট্টগ্রাম টেস্টে খেলছেন না বলে নিশ্চিত হওয়া যায়। সাকিব ছিটকে যাওয়ায় চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড দাঁড়ায় ১৫ জনে।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের চট্টগ্রামে প্রথম টেস্ট মাঠে গড়াবে শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টায়। মাঠে খেলা গড়ানোর সাড়ে ১৬ ঘণ্টা আগে স্কোয়াডে দুই পেসার যোগ করলো বিসিবি।

আরও পড়ুন> চট্টগ্রাম টেস্টে ১২ জনের দল দিল পাকিস্তান

স্কোয়াডে যুক্ত হওয়া শহিদুল ইসলামের এখনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫ ম্যাচে বল হতে ৯৩টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া আরেক পেসার খালেদ আহমেদ দুটি টেস্টের ৩ ইনিংসে বল করলেও কোনো উইকেট শিকার করতে পারেননি।

ম্যাচ শুরুর আগের দিন স্কোয়াডে দুই পেসার যোগ করার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘দলে পেসারদের মধ্যে কিছু চোট নিয়ে উদ্বেগ রয়েছে। চোটের কারণে তাসকিন-শরিফুল চট্টগ্রাম টেস্টে নেই। তাদের জায়গা পূরণে অন্য পেসার দরকার ছিল। খালেদ ও শহিদুল দু’জনেই ফিট এবং প্রস্তুত।’

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল
মমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ ও শহিদুল ইসলাম।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মানুষের মুখ বন্ধ রাখতে পারব না, আমাদেরই কান বন্ধ রাখতে হবে : মমিনুল

মানুষের মুখ বন্ধ রাখতে পারব না, আমাদেরই কান বন্ধ রাখতে হবে : মমিনুল

সাকিব-তামিম-তাসকিন না থাকা হতাশাজনক : মমিনুল

সাকিব-তামিম-তাসকিন না থাকা হতাশাজনক : মমিনুল

বোলিংয়ে রাহি-এবাদতে ভরসা রাখছেন অধিনায়ক মমিনুল

বোলিংয়ে রাহি-এবাদতে ভরসা রাখছেন অধিনায়ক মমিনুল

সুযোগ স্মরণীয় করে রাখতে চান রাজা ও জয়

সুযোগ স্মরণীয় করে রাখতে চান রাজা ও জয়