সেঞ্চুরিতে লোকেশ রাহুলের অনন্য রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১২ এএম, ২৮ ডিসেম্বর ২০২১
সেঞ্চুরিতে লোকেশ রাহুলের অনন্য রেকর্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেছেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। ৪১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি পাওয়া রাহুল এখন পর্যন্ত পাঁচ দেশের বিপক্ষে খেলে সবগুলো দলের বিপক্ষেই সেঞ্চুরি পেলেন, যা ভারতীয় এ ওপেনারের অনন্য একটি রেকর্ড।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ও এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করলেন রাহুল। ৭টি মধ্যে ৬টিই বিদেশের মাটিতে সেঞ্চুরি হাকিয়েছেন তিনি। এর মধ্যে দুইবার ইংল্যান্ডের মাটিতে শতরান রয়েছে তার।

এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে তৃতীয় ভারতীয় হিসেবে সেঞ্চুরি করলেন রাহুল। এর আগে শচীন টেন্ডুলকার ও ভারতের টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি সেঞ্চুরি করেন।

২০০৭ সালের পর দক্ষিণ আফ্রিকায় ভারতের ওপেনার হিসেবে সেঞ্চুরি করলেন রাহুল। এর আগে ২০০৭ সালে ওয়াসিম জাফর ওপেনার হিসেবে শতরান করেছিলেন।

সফরকারী দলের তৃতীয় ওপেনার হিসেবে সেঞ্চুরি করেছেন রাহুল। এর আগে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল শতরান করেছিলেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সোমবার (২৭ ডিসেম্বর) শুরু হওয়া এ টেস্টের প্রথম দিন শেষে ২৪৮ বল খেলে ১৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ১২২ রান করেছেন রাহুল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এজাজ প্যাটেল

এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এজাজ প্যাটেল

কোহলির অধিনায়কত্ব চলে যাওয়ায় খুশি শাস্ত্রী

কোহলির অধিনায়কত্ব চলে যাওয়ায় খুশি শাস্ত্রী

আগের ব্যর্থতার কারণেই এখন ভালো করতেছি : লোকেশ রাহুল

আগের ব্যর্থতার কারণেই এখন ভালো করতেছি : লোকেশ রাহুল

ভারতের তরুণ ক্রিকেটারদের দায়িত্বে লক্ষ্মণ

ভারতের তরুণ ক্রিকেটারদের দায়িত্বে লক্ষ্মণ