বৃষ্টিতে পন্ড তৃতীয় দিনের দ্বিতীয় সেশন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৫ মে ২০২২
বৃষ্টিতে পন্ড তৃতীয় দিনের দ্বিতীয় সেশন

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। প্রথম দুই দিনে পূর্ণসময় খেলা হলেও তৃতীয় দিনে বাগড়া দিয়েছে বৃষ্টি। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বৃষ্টির কারণে একটি কারণে বলও মাঠে গড়ায়নি।

বুধবার (২৫ মে) মিরপুরে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে মাঠে নেমেছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। প্রথম সেশন পর্যন্ত ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ২১০ রান তুলেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে এখনো ১৫৫ রানে পিছিয়ে আছে লঙ্কানরা।

মধ্যাহহ বিরতির আগ মুহূর্তে মিরপুরে বাগড়া দেয় বৃষ্টি। ফলে ওভার শেষ না করেই খেলা বন্ধ করতে বাধ্য হয় আম্পায়াররা। মধ্যাহ্ন বিরতির নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনো খেলা শুরু করা সম্ভব হয়নি।

বৃষ্টি থামার পর ইতিমধ্যেই দুই দফায় মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। বিকাল ৩.৩০ মিনিটে তৃতীয় দফায় আবারো মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। এরপরেই জানা যাবে, কখন শুরু হবে খেলা।

এর আগে প্রথম সেশন পর্যন্ত ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২১০ রান তুলেছে শ্রীলঙ্কা। প্রথম সেশনে ২৭ দশমিক ১ ওভার ব্যাটিং করে ৬৭ রান তুলেছে শ্রীলঙ্কা। প্রথম সেশনে প্যাভিলিয়নে ফিরেছেন দুই লঙ্কান ব্যাটার দিমুথ করুণারত্নে এবং কাসুন রাজিথা।

প্রথম ইনিংসে মুশফিকের অপরাজিত ১৭৫ এবং লিটন দাসের ১৪১ রানে ভর করে ৩৬৫ রান তুলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেছেন কাসুন রাজিথা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

তৃতীয় দিনের প্রথম সেশনে সমানে-সমান বাংলাদেশ-শ্রীলঙ্কা

তৃতীয় দিনের প্রথম সেশনে সমানে-সমান বাংলাদেশ-শ্রীলঙ্কা

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

টেস্টে দলীয় রানে সবচেয়ে বেশি অবদানের শীর্ষে মুশফিক-লিটন

টেস্টে দলীয় রানে সবচেয়ে বেশি অবদানের শীর্ষে মুশফিক-লিটন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা