টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রাব্বি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৪ জুন ২০২২
টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রাব্বি

ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরির কারণে টেস্ট সিরিজ খেলতে পারবেন না বাংলাদেশি ব্যাটার ইয়াসির আলি রাব্বি। মূলত পিঠের ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। রাব্বির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর আগে দেশটির ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ম্যাচের প্রথম দিন (১০ জুন) ব্যাটিংয়ের সময় পিঠে ব্যাথা অনুভব করেন রাব্বি।

এরপরেই তার এমআরআই করানো হলে ব্যাক পেইনের বিষয়টি ধরা পড়ে। লুম্বার স্পাইনের এই ব্যাথার কারণে তাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।

তিনি বলেন, “এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। এই কারণেই তাকে টেস্ট সিরিজে পাওয়া যাবে না।”

টেস্ট সিরিজ থেকে তার ছিটকে যাওয়া নিশ্চিত হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে রাব্বি খেলতে পারবেন কি-না সেই বিষয়টিও এখন নিশ্চিত করা হয়নি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন সংস্করণেই স্কোয়াডে জায়গা পেয়েছেন ইয়াসির আলি চৌধুরি রাব্বি। টেস্ট সিরিজে তার বদলি কে হবে তা এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (১৬ মে) অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ২৪ মে সিরিজের শেষ ম্যাচে সেন্ট লুসিয়াতে খেলবে দুই দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

এই রত্নকে যেন ঘষে-মেজে আরও উজ্জ্বল করা হয়

এই রত্নকে যেন ঘষে-মেজে আরও উজ্জ্বল করা হয়

দুর্ভাগা তো বটেই, এটা জীবনেরও অংশ: সাইফউদ্দিন

দুর্ভাগা তো বটেই, এটা জীবনেরও অংশ: সাইফউদ্দিন

টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে: তামিম

টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে: তামিম

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের খেলা দেখা নিয়ে শঙ্কা

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের খেলা দেখা নিয়ে শঙ্কা