দুর্ভাগা তো বটেই, এটা জীবনেরও অংশ: সাইফউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১০ পিএম, ১২ জুন ২০২২
দুর্ভাগা তো বটেই, এটা জীবনেরও অংশ: সাইফউদ্দিন

পিঠের চোটের কারণে ২০২১ সালে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফিরা সাইফউদ্দিন ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজে ডাক পেয়েছেন। টেস্ট দল সফরে চলে গেলেও সীমিত ওভারের দলের সদস্যরা দেশে রয়ে গেছেন, সাইফউদ্দিনও রয়েছে সেই দলে।

আপাতত সফরে না যাওয়া সাইফউদ্দিন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে নিজেদের আরও ঝালিয়ে নিচ্ছেন। সোমবার (১২ জুন) অনুশীলন শেসে সেখানেই সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, “কিছুটা দুর্ভাগা তো বটেই। হয়তো আর পাঁচজন পেস বোলারের চেয়ে আমি কিছুটা আনলাকি।”

নিজের অনুশীলন নিয়ে সাইফউদ্দিন বলেন, “প্র্যাকটিস, রিহ্যাব, জিম সব কিছুই করছি। একই প্রক্রিয়া অনুসরণ করছি। হয়তো স্কিল ট্রেনিং এখনও সেভাবে শুরু করিনি, ১৫ তারিখের পর শুরু করবো। আপাতত ফিটনেস, রিহ্যাব, জিম চালিয়ে যাচ্ছি।”

ইনজুরি নিয়ে তিনি বলেন, “প্রতিটা মানুষের জীবনেই বিরতি থাকে। ঢাকাতে যদি গাড়ি চালান একই গতিতে গাড়ি চালাতে পারবেন না। ব্রেক দিতেই হবে। যারা অনেক ভাগ্যবান, তারা ইনজুরি ছাড়া অনেক দিন খেলে যেতে পারে। বেশিরভাগ পেস বোলারেরই এমন থাকে। জানি না আবার কয়দিন খেলতে পারবো। পারফরম্যান্স ও ইনজুরি ব্যাপার আছে। চেষ্টা করছি, কী হবে তা কারও হাতে নেই।”

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলেছেন সাইফউদ্দিন। যেখানে বাংলাদেশ সীমিত ওভারের ম্যাচ খেলেছে ১৩০টি। ইনজুরির কারণে অর্ধেকের বেশি ম্যাচ খেলতে পারেননি সাইফউদ্দিন।

নিজের ইনজুরি নিয়ে সাইফউদ্দিন বলেন, “কিছুটা দুর্ভাগা তো বটেই। হয়তো আর পাঁচজন পেস বোলারের চেয়ে আমি কিছুটা আনলাকি। কিন্তু এটা জীবনেরই অংশ। এটা মেনে নিয়েই চলতে হবে।”

ওয়েস্ট ইন্ডিজের সফর নিয়ে এ টাইগার পেসার বলেন, “আমার জন্য প্রথম (সফর)। ক্রিকেট নেশন সবগুলো দেশে আমি গিয়েছি, বাট ওয়েস্ট ইন্ডিজে এবারই প্রথম। হয়তোবা ওই কন্ডিশন বা উইকেট আবার জানা নেই।”

তিনি আরও বলেন, “তারপরও যেহেতু ইউটিউবে যুগ, বিভিন্ন ম্যাচগুলোর হাইলাইটস দেখছি, আসলে কত স্কোরিং হতে পারে। যেসব টি-টোয়েন্টি ম্যাচগুলা ওরা খেলেছে, যেহেতু আমার আগে টি-টোয়েন্টি তো এটা আমি দেখছি। যতটা আইডিয়া নেওয়া যায় ম্যাচগুলো দেখে।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজকে ডিউক বলের ধারণা দিলেন কোচ ডোনাল্ড

মোস্তাফিজকে ডিউক বলের ধারণা দিলেন কোচ ডোনাল্ড

টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে: তামিম

টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে: তামিম

দলের অবস্থা অনুযায়ী সাকিব ভাই বেস্ট: মিরাজ

দলের অবস্থা অনুযায়ী সাকিব ভাই বেস্ট: মিরাজ

শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম: কমিটি গঠন, দ্রুতই সিদ্ধান্ত

শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম: কমিটি গঠন, দ্রুতই সিদ্ধান্ত