দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি ক্লাবে তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৬ জুন ২০২২
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি ক্লাবে তামিম

দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওপেনার তামিম ইকবাল। অ্যান্টিগায় ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টে নিজের ক্যারিয়ারের ১৩০তম ইনিংসে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। ওই ম্যাচে ছাড়িয়ে যেতে পারতেন পাঁচ হাজার রানের মাইলফলক। তবে রিটায়ার্ড হার্ট থেকে মাঠে ফিরে আর কোনো রান যোগ করতে না পারায় চট্টগ্রামের তার পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়া হয়নি।

তবে মিরপুরে তামিমের জন্য পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়ার দারুণ সুযোগ ছিল। দুই ইনিংসেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে বাড়িয়েছেন নিজের আক্ষেপ।

অ্যান্টিগাতে আর আক্ষেপ বাড়াননি তামিম। প্রথম টেস্টের প্রথম ইনিংসের ৭ম ওভারে কেমার রোচের বল ডিপ মিড উইকেটে পাঠিয়ে তিন রান তুলে নেন তামিম। এতেই পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

একই কীর্তি গড়তে ১৪৯ ইনিংস খেলেছিলেন মুশফিক। সেই হিসেবে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

২০০৮ সালে অভিষেকের পর পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ১৪ বছরে ৬৮ টেস্ট খেলেছেন তামিম। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ৩১ অর্ধশতক ও ১০ টি শতক। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

৮ বছর পর টেস্ট স্কোয়াডে এনামুল হক বিজয়

৮ বছর পর টেস্ট স্কোয়াডে এনামুল হক বিজয়

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রাব্বি

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রাব্বি

দুর্ভাগা তো বটেই, এটা জীবনেরও অংশ: সাইফউদ্দিন

দুর্ভাগা তো বটেই, এটা জীবনেরও অংশ: সাইফউদ্দিন

টেস্টে পাঁচ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি মুশফিক

টেস্টে পাঁচ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি মুশফিক