৫৬ রানের লিড নিয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ পিএম, ১৭ জুন ২০২২
৫৬ রানের লিড নিয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের প্রথম সেশনেই লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১০৩ রানের জবাবে এখন পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ১৫৯ রান। এতে ক্যারিবিয়ানরা লিড পেয়েছে ৫৬ রান।

দ্বিতীয় দিনের প্রথম সেশনের শুরুতেই আসতে পারতো সাফল্য। কিন্তু বোলার খালেদ আহমেদ কিংবা উইকেটরক্ষক নুরুল হাসান সোহান বুঝতে না পারায় উইকেট নিতে পারেননি বাংলাদেশ। যদিও পরে এনক্রুমাহ বোনারকে বোল্ড করে প্যাভিলিয়নে ফিরিয়েছেন সাকিব আল হাসান।

প্রথম দিনে ২ উইকেটে ৯৫ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় দিনের শুরু থেকে ছিল বেশ সাবধানী। প্রথম দিনে বাংলাদেশি বোলারদের বোলিংয়ে একটু চাপে থাকলেও দ্বিতীয় দিনে তাদের মধ্যে দেখা যায়নি কোনো জড়তা।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৩১ ওভার খেলে ৬৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এতেই প্রথম ইনিংসে ৫৬ রানের লিড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের লিড বড় হতে যাচ্ছে তা অনুমান করাই যাচ্ছে।

প্রথম দিনে ক্যারিবিয়ান পেসারদের বোলিং তোপে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায়। যেই উইকেটে ক্যারিবিয়ান পেসাররা তুলেছিলেন গতি ও বৈচিত্র্যের ঝড়। সেই উইকেটেই নিষ্প্রভ ভূমিকা পালন করছে বাংলাদেশের বোলাররা। প্রথম দিন বাংলাদেশের পেসাররা দুই উইকেট নিতে পারলেও দ্বিতীয় দিনের প্রথম সেশনে সাফল্যহীন বাংলাদেশি পেসাররা।

প্রথম সেশন শেষে অপরাজিত আছেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও ব্যাটার জার্মেইন ব্ল্যাকউড। তারা দুইজন করেছেন যথাক্রমে ২৩৯ বলে ৭৫ ও ৪৩ বলে ৯ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটারদেরকে কেউ মুখে তুলে খাওয়ায় দিবে না: সাকিব

ব্যাটারদেরকে কেউ মুখে তুলে খাওয়ায় দিবে না: সাকিব

১০৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

১০৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

টানা দুই টেস্টে সর্বোচ্চ ডাকের রেকর্ড গড়লো বাংলাদেশ

টানা দুই টেস্টে সর্বোচ্চ ডাকের রেকর্ড গড়লো বাংলাদেশ

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি ক্লাবে তামিম

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি ক্লাবে তামিম