বাভুমার সামনে ডাবল সেঞ্চুরির হাতছানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৫ এএম, ১১ মার্চ ২০২৩
বাভুমার সামনে ডাবল সেঞ্চুরির হাতছানি

ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হয়েছে টেম্বা বাভুমার। সেই সিরিজের করেছিলেন সেঞ্চুরি। ব্যাট হাতে সর্বশেষ কবে তিন অংকের দেখা পেয়েছিলেন সেটা হয়তো নিজেও ভুলে গিয়েছেন। কেপ টাউনে ২০১৬ সালে ক্যারিয়ারের সপ্তম টেস্টে প্রথম সেঞ্চুরি করেছিলেন। এরপর শুধুই অপেক্ষা।

সেই অপেক্ষা ফুরাচ্ছিল না টেম্বা বাভুমার। অবশেষে খরা কাটলো। ২৬২১ দিন পর সাদা পোশাকের ক্রিকেটে তিনি তিন অংকের দেখা পেলেন। এখন তার সামনে ডাবল সেঞ্চুরির হাতছানি। ১৭১ রানে অপরাজিত থাকা বাভুমার ডাবল সেঞ্চুরির জন্য দরকার ২৯ রান।

টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে বাভুমাকে সরিয়ে টেস্ট নেতৃত্ব দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।প্রথমবার দায়িত্ব নিয়েই দেখালেন সক্ষমতা।

বাভুমার ইনিংসের মাহাত্ম্য আরেকটু স্পষ্ট হবে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের স্কোরকার্ডে চোখ রাখলে। বাভুমা ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে ৫০ রানের কোঠাও পার হতে পারেননি।

তবে তাকে ভালো সঙ্গ দিয়েছেন সাত নম্বরে নামা উইয়ান মোল্ডার। তার সমর্থনের জন্যই বড় স্কোরের দিয়ে এগিয়েছেন বাভুমা।

তার দারুণ ইনিংস জয়ের সুভাস পাচ্ছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংস শেষে দক্ষিণ আফিকার স্কোর সাত উইকেটে ২৮৭। এরই মধ্যে ৩৫৬ রানের লিড পেযে গেছে তারা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ৩২০ রান।

ওয়েষ্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হয়েছে।


স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও সাদমান ইসলামের সেঞ্চুরি

আবারও সাদমান ইসলামের সেঞ্চুরি

‘আমার কথা ও তামিমের কথায় কোনো পার্থক্য নেই'- বিসিবি সভাপতি

‘আমার কথা ও তামিমের কথায় কোনো পার্থক্য নেই'- বিসিবি সভাপতি

বগুড়ায় অমিত ও কক্সাবাজারে জহুরুলের সেঞ্চুরি

বগুড়ায় অমিত ও কক্সাবাজারে জহুরুলের সেঞ্চুরি

বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মিরাজ

বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মিরাজ