পাঁচ টাইগারের সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮
পাঁচ টাইগারের সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার সাথে সাথে বাংলাদেশের পাঁচ টাইগার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীমেরে শত ম্যাচ পূর্ণ হলো। বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’ খ্যাত এ পাঁচ ক্রিকেটার একত্রে খেলেছেন ৯৯টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। 

আজকের আগে এই পাঁচ খেলোয়াড় একসঙ্গে ৬৯টি ওয়ানডে, ২৯টি টি-টোয়েন্টি ও ১টি টেস্ট ম্যাচে খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে। ওই ৯৯ ম্যাচের ৪৭টিতেই জিতেছে বাংলাদেশ (৩৪ ওয়ানডে, ১২টি-টোয়েন্টি, ১ টেস্ট)। বাকি ম্যাচগুলোর ৪৮টিতে হেরেছে বাংলাদেশ এবং ৪টিতে ফল হয়নি।

বিশেষ এই ‘সেঞ্চুরিটি’ আরও আগেই পূর্ণ হতে পারত যদি ২০১০ সালে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড এবং ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো পরিত্যক্ত না হতো। এই পাঁচ ক্রিকেটারের একসঙ্গে খেলা প্রথম ম্যাচ ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে, অধিনায়ক মাশরাফির প্রথম ও ক্যারিয়ারের এখন পর্যন্ত সর্বশেষ টেস্ট হয়ে আছে যেটি।

পাঁচ টাইগারের পথচলা শুরু ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে, মূলত এই ৫ জনের মধ্যে সর্বশেষ অভিষিক্ত মাহমুদউল্লাহর অভিষেকের পর থেকেই। আর সেখান থেকেই যেন একটু একটু করে বদলাতে শুরু করেছে এ দেশের ক্রিকেট, বিশেষত সর্বশেষ চার বছরে। ২০১৫ সালের জানুয়ারি থেকে চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচ পর্যন্ত খেলা ৫১ ম্যাচে ২৮টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, জয়ের হার ৫৪.৯০ শতাংশ।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় ম্যাচেও টস হারলো বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচেও টস হারলো বাংলাদেশ

হাবিবুল বাশারের পাশে মাশরাফি

হাবিবুল বাশারের পাশে মাশরাফি

ঢাকাতেই সিরিজ নিশ্চিত চায় বাংলাদেশ

ঢাকাতেই সিরিজ নিশ্চিত চায় বাংলাদেশ

নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড

নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড