ভারতের ব্যাটিং লাইন-আপ মানসম্পন্ন নয় : পন্টিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৫ এএম, ২১ ডিসেম্বর ২০১৮
ভারতের ব্যাটিং লাইন-আপ মানসম্পন্ন নয় : পন্টিং

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৪৬ রানের ব্যবধানে হেরেছে ভারত। এতে চার ম্যাচের সিরিজে সমতা আনলো অসিরা। পার্থ টেস্টের পরই অস্ট্রেলিয়া দলের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং। অন্যদিকে ভারতের ব্যাটিং লাইন-আপ নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, ভারতের ব্যাটিং মানসম্পন্ন নয়।

পন্টিং বলেন, ভারতের চেয়ে এই দলটি (অস্ট্রেলিয়া) অনেক বেশি ভালো। এই দলকে নিয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম। তারা মাঠে নিজেদের প্রমাণ করেছে।

অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট জিতে দুর্দান্ত শুরু করেছিল ভারত। তবে দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় পরাজিত হতে হয় ভারতকে। পার্থের নতুন ভেন্যুতে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে নড়বড়ে ছিল ভারতের ব্যাটিং লাইন-আপ। নিজ দলের বোলারদের সামনে সফরকারীদের ব্যাটিং লাইন-আপ অনেক বেশি ভঙ্গুর বলে আগেই জানিয়েছিলেন পন্টিং।

অস্ট্রেলিয়ার একটি ওয়েবসাইটকে পন্টিং বলেন, ‘সিরিজ শুরুর আগেই আমি দু’টো দলের পার্থক্য বলেছিলাম। আমি বলেছিলাম, এখানে ভারতের পক্ষে জেতা সম্ভব নয়। কারণ তাদের ব্যাটিং লাইন-আপ ভালো নয়। আমাদের বিশ্বমানের বোলারদের সামনে তারা ভালো খেলতে পারবে না। পার্থে আমার কথাটাই ঠিক প্রমাণিত হলো।’

বোলারদের দুর্দান্ত পারফরমেন্স পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়াকে সহায়তা করে বলে জানান পন্টিং, ‘পার্থে টেস্টে বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে। সিরিজে পিছিয়ে থেকেও যেভাবে দলকে জয় উপহার দিলো অস্ট্রেলিয়ার বোলাররা, তা সত্যি প্রশংসনীয়। এছাড়া প্রথম ইনিংসে এই পিচে ব্যাটসম্যানরা তিন শতাধিক করেছে, এটিও ম্যাচ জয়ে ভূমিকা রেখেছে।’

তবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ভারত ঘুড়ে দাঁড়াতে পারে বলে মনে করেন পন্টিং। এ জন্য অস্ট্রেলিয়াকে সর্তক করে দিয়েছেন তিনি, ‘এক টেস্ট জিতেই আকাশে উড়া যাবে না। সামনে আরও দু’টি টেস্ট আছে। তাই পুরো দলক সর্তক থাকতে হবে। কারণ ভারত ঘুড়ে দাঁড়ানোর সামর্থ্য রাখে। পার্থে যেভাবে ভারত খেলেছে, মেলবোর্নেও সেভাবে খেলবে এমন ভাবাটা ভুল হবে। তবে পার্থের জয় নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার মনোবল অনেকখানি বাড়িয়ে দিয়েছে।’

সিরিজের পরের দু’টি টেস্ট হবে মেলবোর্ন ও সিডনিতে। এই দু’টি ভেন্যু ভারতের সহায়তা করতে পারে বলে মনে করেন পন্টিং, ‘মেলবোর্ন এবং সিডনির পরিবেশ ভারতীয়দের সাহায্য করবে। যা অ্যাডিলেড বা পার্থে দেখা যায়নি। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে। তবে আমি মনে করি, সিরিজে পিছিয়ে থেকেও পার্থে অস্ট্রেলিয়া যেভাবে খেলছে, সেই খেলাটা ধরে রাখতে পারলে এই দলকে হারাতে পারবে না ভারত।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সিরিজে সমতা আনলো অস্ট্রেলিয়া

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সিরিজে সমতা আনলো অস্ট্রেলিয়া

বোলারদের প্রশংসায় ভাসালেন কোহলি

বোলারদের প্রশংসায় ভাসালেন কোহলি

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন গম্ভীর

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন গম্ভীর

এবার ‘হাফ প্যান্ট’ পড়ে সমালোচিত কোহলি

এবার ‘হাফ প্যান্ট’ পড়ে সমালোচিত কোহলি