অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা

ছবি: ক্রিকইনফো

মিচেল স্টার্কের বোলিং তোপ সামলানোর দুঃসাহস দেখাতে পারেনি শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে লঙ্কানদের অল্পতে বেঁধে রাখায় বিশাল লিড পেয়ে লঙ্কানদের সামনে ৫১৬ রানের অসম্ভব লক্ষ্য ছুঁড়ে দেয় অজিরা। দ্বিতীয় ইনিংসে সেই স্টার্কের বোলিংই সবর্নাশ ডেকে আনে শ্রীলঙ্কার। টপ অর্ডারের ব্যর্থতায় তারা অলআউট হয়ে গেছে মাত্র ১৪৯ রানে। ৩৬৬ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

চতুর্থ দিনে এমন অসম্ভব লক্ষ্য তাড়া করতে হলে অতিমানবীয় কিছু করতে হতো শ্রীলঙ্কাকে। কিন্তু ক্যানবেরার অভিষেক এই টেস্টে নিজেদের অতীত ইতিহাসই ফিরিয়ে এনেছে শ্রীলঙ্কা। তৃতীয়বারের মতো চতুর্থ ইনিংসে ২০০ রানের ধারেও যেতে পারেনি তারা। কোনও ব্যাটসম্যান দেখা পাননি ফিফটির! উল্লেখযোগ্য ইনিংস বলতে কুশল মেন্ডিসের ৪২, থিরিমান্নের ৩০। বাউন্সারে রিটায়ার্ড হওয়ায় কুশল পেরেরা শূন্য রানে বিদায় নিয়েছেন এই ইনিংসে।

স্টার্কের ৫ উইকেট শিকারে ৫১ ওভার স্থায়ী হয়েছে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। চা পানের বিরতির আগে তারা অলআউট হয়েছে ১৪৯ রানে। ৪৬ রানে ৫ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, ১৫ রানে তিন উইকেট নেন প্যাট কামিন্স। দুই ইনিংসে ১০ উইকেট নেওয়া স্টার্ক হয়েছেন ম্যাচসেরা। সিরিজসেরা মোট ১৪ উইকেট নেওয়া প্যাট কামিন্স।

আরেকটি হার যোগ হওয়ায় অক্টোবরের পর হারের বৃত্তেই থাকলো চন্ডিকা হাথুরুসিংহের অধীনে খেলা শ্রীলঙ্কা। যেখানে তাদের শেষ ৭ টেস্টের মাঝে হার ৬টিতেই!


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার সামনে রানের পাহাড়

শ্রীলঙ্কার সামনে রানের পাহাড়

বার্নস-হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রানের পাহাড়ে

বার্নস-হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রানের পাহাড়ে

বাম হাতে টস করে সফল হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

বাম হাতে টস করে সফল হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সাহসিকতার অভাব ?

ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সাহসিকতার অভাব ?